Flower and our everyday life

in Beauty of Creativity5 years ago

flower

বিউটি অর্থ সুন্দর। আর এই সুন্দরের মূল অর্থ প্রকাশ করে ফুল। কেননা ফুল আমাদের ভালোবাসার এক অপরূপ নিদর্শন।
সাধারণত যেকোনো জায়গায় আমরা ভালোবাসার প্রতীক হিসেবে ফুল ব্যবহার করতে পারি।ফুলের মাধ্যমে আমরা ভালোবাসাকে নিদর্শন হিসেবে ধরি।

পৃথিবীতে এমন কোন প্রাণী নেই কিংবা এমন কোন ব্যক্তি নাই যে সে ফুল ভালোবাসে না। ধনী গরিব ছোট বড় সবাই কমবেশি ফুল ভালোবাসে।

পৃথিবীতে শত শত ফুলের সমারোহ থাকলেও আমাদের বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। সেলুন বাংলাদেশের কিছু ফুল সম্পর্কে তথ্য দেওয়া যাক

ফুলের নাম

গোলাপ রজনীগন্ধা হাসনাহেনা টগর রজনীগন্ধা কৃষ্ণচূড়া বকুল কদম ইত্যাদি আরো অনেক রকমের ফুল আমাদের বাংলাদেশের রয়েছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ।এই শরোরিতু তে বিভিন্ন রকমের এবং বিভিন্ন ধরনের ফুল ফোটে এবং আমাদের প্রকৃতিকে সুন্দর করার জন্য কাজ করে থাকে।।

আপনি এমন কোন ব্যক্তি পাবেন না যে সে ফুল ভালোবাসে না।
বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ ঘটে

ফুল এর চিত্র সংগ্রহের তথ্য

আমি আমার বাসা থেকে বের হয়ে যখন দুপুরের খাবার শেষ করি তখন দেখতে পেলাম একটি গাছে কিছুসংখ্যক ফুল।যদিও এটি আমার নিজস্ব গাছ নয় তারপরেও আমি এখান থেকে কিছু সুন্দর ছবি সংগ্রহ করলাম।আমি এখন পর্যন্ত এই ফুল গুলোর নাম সম্পর্কে জানি না এবং এর ধরন সম্পর্কে জানিনা।

বাড়ির পাশের একটি জঙ্গল থেকে সংগ্রহ করেছিলাম ফুলগুলো।অসম্ভব সুন্দর এবং ভালো লাগার জন্য আমি এই ফুলগুলো খুব দ্রুত ছবি সংগ্রহ করে এবং আমার প্রিয় কমিউনিটিতে শেয়ার করার জন্য প্রস্তুতি গ্রহণ করি।

তো সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

20210618_140407.jpg

20210618_140453.jpg

20210618_140443.jpg

20210618_140435.jpg

20210618_140421.jpg

20210618_140409.jpg

20210618_140407.jpg

ফটোগ্রাফিফুল
প্রতীকভালোবাসা
ছবি সংগ্রহমোবাইল ক্যামেরা
ফটোগ্রাফি করেছেন@steem-for-future
Locationgazipur