আর্ট :- ফুল এবং প্রজাপতির আর্ট।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা আর্ট করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে আর্ট শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা আর্ট করেছি। আমি সব সময় কালারফুল আর্ট গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের আর্ট গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। আজকের আর্টের মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে আর্ট আপনাদের ভালো লাগবে। আজকের এই আর্টে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বই
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি একটু একটু করে একটা ফুলের ডিজাইন এঁকে নিলাম।
এরপর কালো কালাম দিয়ে প্রজাপতির ডিজাইন করে নিলাম।
এরপর আমি ফুলের ভেতরের অংশের রং করে নিলাম।
এরপরে আমি প্রজাপতি টার ভেতরের অংশে রং নিলাম।
এরপর পাতার ভেতরে সবুজ কালার দিয়ে রংপুরে নিলাম।
এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1845680141223317861?t=T0iQcKJgXA1BJYg8t9tO3A&s=19
Mujhe bengoli to nhi aati esliye mujhe nhi pta aapne kya likha hua hai.
Aapka art bahut achha hai,so nice art.😇