আর্ট :- ফুল এবং প্রজাপতির আর্ট।

in Beauty of Creativitylast month

IMG_20241001_111320.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা আর্ট করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে আর্ট শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা আর্ট করেছি। আমি সব সময় কালারফুল আর্ট গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের আর্ট গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। আজকের আর্টের মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে আর্ট আপনাদের ভালো লাগবে। আজকের এই আর্টে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

আঁকার উপকরণ

• আঁকার বই
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20231116_110254.jpg

আঁকার বিবরণ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি একটু একটু করে একটা ফুলের ডিজাইন এঁকে নিলাম।

IMG20240930175319.jpg

এরপর কালো কালাম দিয়ে প্রজাপতির ডিজাইন করে নিলাম।

IMG20240930175429.jpg

এরপর আমি ফুলের ভেতরের অংশের রং করে নিলাম।

IMG20240930175555.jpg

এরপরে আমি প্রজাপতি টার ভেতরের অংশে রং নিলাম।

IMG20240930175731.jpg

এরপর পাতার ভেতরে সবুজ কালার দিয়ে রংপুরে নিলাম।

IMG20240930175852.jpg

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20241001_111320.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

Sort:  

Mujhe bengoli to nhi aati esliye mujhe nhi pta aapne kya likha hua hai.
Aapka art bahut achha hai,so nice art.😇