প্রকৃতির স্নিগ্ধতায় পুষ্প🌼🌼
সকল স্টিমিট বন্ধুদের জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। "STEEM FOR BETTERLIFE" এ এইটি আমার প্রথম পোস্ট। আমার স্টিমিট ইউসার নেইম @urmilanath650। সকলের আশীর্বাদ কামনা করে আমি লিখা শুরু করছি।
ওহে অপরূপ প্রকৃতি মাতা
তোমার তরে মোর এই গাঁথা
ফুল ফসলে তোমার বুকে
আছি মোরা অতি সুখে।💗
ফুলেরা পৃথিবীর বুকে পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। তাইতো ফুলকে কেউ ভালো না বেসে থাকতেই পারে না। পুষ্প প্রতিটি হৃদয়ের অতি কোমলতার বস্তু। মানুষের মনকে রাঙানোর জন্য নানান রঙের এক গুচ্ছ ফুলই যথেষ্ট। আপনার কোনো প্রিয়জনের মন খারাপ থাকলে তাকে এক গুচ্ছ ফুল উপহার দিয়ে দেখুন।
আমি অত্যন্ত প্রকৃতি প্রেমী। ছোটবেলা থেকেই গাছ লাগাতে ও বাগান করতে খুব ভালোবাসি। বড়বেলায় এসে তার সাথে যুক্ত হয়েছে প্রকৃতি ও গাছগাছালির ছবি তোলা। গ্রামের বাড়ি গেলাম বা কোথাও বেড়াতে গেলাম, অনেক গুলো ছবি ও গাছের ডাল আমার সংগ্রহে চলে আসে। সেইসব ডাল থেকে পরবর্তীতে সুন্দর সুন্দর ফুল গাছের জন্ম হয়। এছাড়া আমি প্রায়শই নার্সারি ভ্রমণ করি ও নতুন নতুন ফুলের চারা সংগ্রহ করি।
শৈশব স্মৃতি যায়না ভুলা
বন বাদাড়ে ঘুরে বেড়ানো বুনো ফুলের সাথে খেলা
আমার সেই ছোট্ট আনন্দ বেলা।💃💃
রাস্তার ধারের সেই সোনালু ফুল গাছটার তলায় ফুল ঝরে হলুদ হয়ে থাকতো। সেই ফুল গুলি দিয়ে মালা গেঁথে গলায় পড়তাম, নাকের নোলক বানাতাম, হাতে চুড়ি পড়তাম। আহা সেই দিন গুলি! অপরিচিত বুনো ফুল চোখে পড়লে অবাক হয়ে দেখি ও টুক করে ক্যামেরা বন্ধী করে ফেলি।
কিন্তু অতি দুঃখের বিষয় বর্তমানে যেই হারে বনাঞ্চল ধ্বংস হচ্ছে তাতে জানা অজানা উপকারী ও ঔষধি গাছপালা আজ বিলুপ্তির পথে। সব বন্ধুদের কাছে আমার এই নিবেদন রইলো যেন সকলে বৃক্ষরোপণে উৎসাহিত হয় ও প্রকৃতিকে আরো সুন্দর
ও বাসযোগ্য করে তোলে।
এই পোস্টে আমার তোলা কিছু ছবি আমি শেয়ার করেছি। আমার লিখা এবং ছবি গুলি আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা ও আনন্দ।
ধন্যবাদ স্টিমিট টিম।
My achievement 1 link
Achievement 1: My introduction to "STEEMIT"
My achievement 2 link Achievement 2 @urmilanath650 : Basic Security on Steem