আপেলsteemCreated with Sketch.

হ্যালো ব্লগার , আমি আপনাদের মাঝে আপেলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি, আপেল খুবই জনপ্রিয় একটি ফল, আত্মীয়স্বজনের বাড়িতে কেউ গেলে আপেল নিয়ে যায়। আপেল খেতে অনেক সুস্বাদু । বাজারে ফলের দোকানে সারি সারি ভাবে আপেল সাজিয়ে রাখা হয়। বাজারে দুই ধরনের আপেল পাওয়া যায়, একটি হচ্ছে সবুজ রঙ্গের আপেল অন্যটি হচ্ছে লাল রঙ্গের আপেল। আপনি কেমন অনেক ভালো লাগে। মাঝে মাঝে বাসায় আপেল কিনে নিয়ে আসি। বাড়িতে মেহমান আসলে ফ্রিজ থেকে আপেল বের করে দেয়া হয় তাদের খাওয়ানোর জন্য। ছোট বাচ্চারা আপেল খেতে অনেক ভালোবাসে। আপেল এর জুস করে খাওয়া করে খাওয়া হয়। নিঃসন্দেহে আপেল একটু উপকারী ফল। তবে সাম্প্রতিক সময়ে বাজারে আপেলের দাম প্রচুর। নিম্ন শ্রেণীর লোকেরা আপেল কিনতে পারে না।৷ তাদের পরিবারের জন্য নিতে পারেনা কখনো । মনে হয়না এই দামের কারণে তারা আপেল বাড়িতে নিতে পারে। আপেল এখন বড় লোকের খাবার হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের উচিত সাধ্য অনুযায়ী আশেপাশে মানুষদের কিছু কিনে দেওয়া। যদি পারেন আপনার আশেপাশের মানুষের জন্য কিছু আপেল কিনে খাওয়াইয়েন, তাতে আপনার মন ভালো থাকবে। ধন্যবাদ মনোযোগ সহকারে আমার পোস্ট পড়ার জন্য।

1000002193.jpg

Sort:  

This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 62795.13
ETH 3443.57
USDT 1.00
SBD 2.51