শৈশবের স্মৃতিময় খেলা বৃষ্টি হলে মনে পড়ে
সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার
তারিখঃ২০-০৯-২০২৩ ইং
প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।
|
|---|
এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। বর্ষা ছাড়াও শরৎ এ হয় বৃষ্টি হয়। বৃষ্টি হলে এ সময় ভিজতে বেশ মজা লাগে। কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি বাড়ির বাহির বাইরে দেখি অনেক ছোট ছেলে মেয়েরা গোসল করছে বৃষ্টির পানিতে। আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম এবং আমারও ইচ্ছে হলো তাদের সাথে বৃষ্টিতে ভেজার। কিন্তু সে বয়স আর নেই এখন তেমন আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না। আমি আগে বৃষ্টি হলে প্রতিদিন বৃষ্টিতে ভিজতাম। সেই সময় আমার অনেক স্মৃতি মনে আছে।
![]() | ![]() |
|---|
আগে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো এবং আমি প্রতিদিন সেই বৃষ্টিতে গোসল করতে বের হতাম। আমরা তখন সবাই মিলে এই কাজ করতাম। আমরা বৃষ্টি হলে বৃষ্টিতে গোসল করার পাশাপাশি পুকুরে নেমে গোসল করতাম। পুকুরে গোসল করার মজাই আলাদা। প্রতিদিন আমরা পুকুরে গোসল করতাম। আমার মনে আছে আমার পায়ে একবার কাটা লেগে গিয়েছিল পুকুরে গোসল করতে গিয়ে। এরপর আমি অনেকদিন পুকুরে গোসল করতে নামেনি। কারণ বাড়ি থেকে নিষেধ করে দিয়েছিল আমি যেন আর পুকুরে না নামতে পারি। তবে এখন আর এমন বৃষ্টিতে অথবা পুকুরে গোসল করা হয় না।
কারণ এখন প্রচুর পরিমাণে বজ্রপাত হয় বজ্রপাত হলে ভয়ে আর পুকুরে গোসল করতে যেতে ইচ্ছা করে না এবং বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না। আগে বজ্রপাত হতো না তাই সহজে ইচ্ছেমতো বৃষ্টিতে গোসল করা যেত। আমি আমার বাড়ি থেকে বাহির হয়ে দেখি ছোট বাচ্চারা বৃষ্টির পানিতে গোসল করছে এবং তারা বিভিন্ন রকম খেলা খেলছে। আমি দেখতে পেলাম কয়েকজন মিলে একজনকে কাদার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে এবং বেশ আনন্দ উপভোগ করছে। আসলে অনেক গরমে যখন হঠাৎ করে বৃষ্টি আসে সবারই এই বৃষ্টিতে গোসল করতে ইচ্ছে করে। আমিও পরে সেদিন বৃষ্টিতে গোসল করেছিলাম তবে অল্প সময়ের জন্য। কারণ আমার ভয় ছিল যাতে জ্বর না আসে কারণ এ সময় সবার জ্বর আসতেছে। আমার এই মৌসুমে জ্বর একদিনও আসেনি তাই ভাবছি ভিজে যেন না আসে তাই আমি সহজে ভিজতে চাচ্ছিলাম না। তবে ছোট বাচ্চাদের খেলা গুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি কতই না এরকম বৃষ্টিতে গোসল করেছি।
![]() | ![]() |
|---|
বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
| তথ্য | বিস্তারিত |
|---|---|
| বিষয় | ঐতিহ্য |
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি এ ৫২ |
| সম্পাদন করা | হ্যাঁ |
| অবস্থান | পার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ |
| ফটোগ্রাফার | @biplobsarker |






বৃষ্টিতে শৈশব এ কার না ভিজতে ভালো লাগে । এখনো বৃষ্টি হলে ভিজি, আপনার পোস্ট এর মাধ্যমে সোনালী অতীত মনে পড়ে গেলো, কতোই না সুন্দর ছিলো সোনালী শৈশব। বৃষ্টি হলেই ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম আর ফুটবল খেলতাম। সেই স্মৃতি মনে পড়ে গেলো। সুন্দর লিখছেন ভাই, ফটোগ্রাফি দারুণ হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
https://twitter.com/SarkerBipl19781/status/1704457234032611644?t=AubHOiMYSj11ncL4Z5dxfg&s=19
বৃষ্টি হলে ই এখনো আমি এইভাবে মাটিতে খেলা করি। এভাবে দূর থেকে দৌড়ে এসে পা সেসরিয়ে অনেক দূর যেতাম। একদিন এভাবে খেলতে গিয়ে পা কেটে গিয়েছিল। তবে এই স্মৃতি গুলো মনে পড়লে ভীষণ আনন্দ পায়। ছবিগুলো কিন্তু অনেক মজা হয়েছে ভাই। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
বৃষ্টি আসলে ভিজতে কার না মন চায়। আসলেই দাদা আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় বৃষ্টি আসলে ভিজতাম আর পিছলা পিচ্ছলি খেলটা করতাম। এই খেলটা বেশ মজার। ছোটবেলার স্মৃতি গুলো কখনও ভোলার না। বৃষ্টি আসলে ছোটবেলায় ফিরে যেতে মন চায়। শৈশবের স্মৃতিময় খেলা বৃষ্টি আসলে হৃদয়কে নাড়া দেয়। অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।
ধন্যবাদ ভাই
এটা সবার শৈশবেরই একটা আনন্দঘন মুহূর্ত। আমরা সবাই শৈশবকালে এমন খেলা খেলেই বড় হয়েছি। বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। আমিও আগে ছোটবেলায় বৃষ্টিতে ভিজতাম। তখন বৃষ্টিতে ভেজার একটা আলাদা নেশা ছিল।বৃষ্টি হলে আমরাও পুকুরে নামতাম। ছোটবেলায় পুকুরে গোসল করতে অনেক ভালো লাগতো। আমরা ছোটবেলায় এমন কাদায় টেনে নেওয়া খেলাটি খেলতাম। তাছাড়া পিচ্ছিল জায়গায় অনেক দূর পিছিলে যেতাম। আমার এক চাচা এই বিষয়ে খুবই এক্সপার্ট। আপনি খুবই সুন্দর ভাবে শৈশবের স্মৃতিগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু
চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। বর্ষার দিন মানেই বৃষ্টিতে ভেজা এবং সবাই মিলে এই খেলাটি খেলা আমাদের শৈশবের এক অন্যতম সুখময় স্মৃতি। বর্ষার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ করেই কাঁদায় পড়ে যাওয়া এবং এ ধরনের খেলা আমরা আমাদের শৈশবে কমবেশি সবাই খেলেছি। আপনি আপনার আজকের এই পোষ্টের মাধ্যমে আমাদের শৈশবের ফেলে আসা সেই দিনগুলো স্মরণ করিয়ে দিলেন। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। শৈশবের এই সোনালী স্মৃতি নিয়ে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু
দারুন একটি পোস্ট করেছেন। আপনার আজকের পোস্টের মাধ্যমে সেই শিশু বেলার খেলা গুলো মনে পড়ে গেল। বৃষ্টির দিনে আপনি যে সকল খেলার কথা তুলে ধরেছেন আমরা কিন্তু ছেলেবেলায় এই সমস্ত খেলা খেলাতাম। আপনার পোস্টটি পড়ে তো সেই ছেলেবেলায় চলে গিয়েছিলাম।
ধন্যবাদ আপু
বৃষ্টির সময় আমরা সবাই ইমোশনাল হয়ে যাই। এবং বৃষ্টিতে গোসল করার মজাই আলাদা বিশেষ করে যখন এলাকাতে সবাই থাকে যদি বৃষ্টি আসে সবাই মিলে একসঙ্গে গোসল করা এবং ফুটবল খেলা এই সময় গুলো অনেক সুন্দর কাটে। আসলে বৃষ্টির সময় আমাদের অনেকেরই অনেক স্মৃতি রয়েছে। এবং আপনার এই পোস্টটি পড়ে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে গেল। আসলে আমরা ছোটবেলায় নানান ধরনের খেলার সঙ্গে জড়িত ছিলাম। আসলে ছোটবেলার স্মৃতি গুলো অনেক সুন্দর হয় এবং কেউ কোন কাজে বাধা দেয় না একে বারে মুক্ত। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই
আমি এখনো বৃষ্টিতে মাঝে মাঝে ভিজতে যায়।অনেক ভালো লাগে বৃষ্টিতে ভিজতে।মনের মধ্যে অন্যরকম এক শান্তি কাজ করে।আমিও ছোট বেলায় বৃষ্টিতে ভিজেছি আর খেলেছি।আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন,আপনার পোস্ট দেখে আমারও অনেক স্মৃতি মনে পরে গেলো।বাচ্চা গুলো আনন্দের মুহুর্ত দেখে অনেক ভালো লাগছে।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু
ভাই এইসব স্মৃতি কথা মনে পড়লে অনেকটা খারাপ হয়ে যায় মনটা। যদি আগের সেই দিনগুলো ফিরে পেতাম তাহলে হয়তো অনেক সুন্দর হতো। কিন্তু ভাই একট কথা ঠিক আগের সময়গুলের মতো এখন আর সেই সময় হয় না। আর সেই ছোটবেলাটা অনেক সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাই