You are viewing a single comment's thread from:

RE: জীবনের প্রথম প্রেমের মানুষটাকে কখনও ভুলা যায় না || আজও সে আমার সৃতির পাতায় রয়ে গেছে

in STEEM FOR TRADITIONN2 years ago

আপনার প্রেম কাহিনি বেশ মজার ভাই। আপনি হিন্দু ধর্মের মেয়ের সাথে রিলেশন করছেন যা বেশ মজার ছিল।আপনার প্রেম অনেক ছোট বেলায় শুরু হয়েছিল। সোহান সেই তখন খেলার ফাকে মেয়ে দেখতে যেত যা বেশ ভালো লাগলো।আপনার রাস্তায় লেখার আইডিয়া বেশ ভালো ছিল।আপনি মেয়েটাকে বিয়ে করতে পারতেন। মুসলিম হতো মেয়েটা। তবে আপনি ওই মুসলিম মেয়ের সাথে প্রেম করলে বেশ ভালো করতেন। যে সজীবের কথা বলছেন সে আপনার সাথে কাজটি ভালো করেনি। আপনি সেই মুসলিমের সাথে করলে এতদিন আপনার প্রেমের কাহিনী সেই জমে যেত এবং আপনি তাকে বিয়ে করতে পারতেন এবং ছেলে মেয়ের বাবা হতেন। যাই হোক আমাদের জীবন যেভাবে চলার কথা সেভাবে চলবে সেটাই হয়েছে। আশা করি পরবর্তীতে ভালো কিছু আমাদের সবার জন্য অপেক্ষা করছে। সেই আশায় রইলাম সবাই।

Sort:  

জমাইতে পারি নাই নিজের দোষেই৷ অনেক ভালোবাসতাম৷ কিন্তু সন্দেহ করা উচিত হয় নাই আমার তখন। তা নাহলে বিয়ে করে ফেলতে পারতাম৷