You are viewing a single comment's thread from:

RE: জীবনের প্রথম প্রেমের মানুষটাকে কখনও ভুলা যায় না || আজও সে আমার সৃতির পাতায় রয়ে গেছে

in STEEM FOR TRADITIONN2 years ago

আসলে সেই সময়টা যে কি গেছে একমাত্র আমরাই জানি।কাউকে না পাওয়ার বেদনায় সেই জায়গায় এখন পর্যন্ত যাই নাই।🫣😭 আমরা দুই বন্ধু মিলে ভালবাসা টা শেয়ার করছি তবে তৌফিককে যে মেয়ে পছন্দ করতো সেটার আমার পছন্দ ছিল।কিন্তু হিন্দু মেয়েটা আমার পছন্দ ছিল না বটেও।তবে তারা পাশাপাশি ফ্লাটে থাকতো আর একইসাথেই ঘুরে বেড়াতো। আমি ২ বছর ঘুরার পরও বলার সাহস পাইনি। কিন্তু সুযোগ ছিল অনেক তাই না পাওয়াই থাক।সময়টা বেশ মজার ছিল একসাথে যেতাম খেলতে আর কলেজে সময়ে কলেজ না গিয়ে ওদের পিছু পিছু স্কুলে যেতাম। হাহাহা এটা অন্যরকম অনুভূতি ছিল তখন।