ফটোগ্রাফি পোস্ট- "নার্সারী থেকে সংগ্রহ করা কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি"
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানেই থাকেন না কেন বেশ ভালো আছেন। আমি নিজেও বেশ ভালো আছি। আর ভালো আছি বিধায় চলে আসলাম আজকে আপনাদের মাঝে পোস্ট করার জন্য। সত্যি বলতে কি এখানে কাজ করার সুযোগ পাওয়ার পর হতে বেশ অন্য রকমের অনুভূতি হচেছ নিজের ভিতর। যা কাউকে বুঝানো যাবে না। আর সেই অনুভুতি নিয়েই আজ আমি নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য আসলাম। আমি ভাবছি প্রতি নিয়ত আপনাদের মাঝে আমার ভালো লাগার বিষয় গুলো নিয়েই ব্লগ শেয়ার করবো। যার জন্য আজ আমি ভাবছি একটি ফটোগ্রাফি ব্লগ শেয়ার করবো।


সত্যি বলতে ছেলেবেলা থেকেই সব সময় টুকটাক কিছু না কিছু ফটোগ্রাফি করে থাকি। কিন্তু সেই ফটেগ্রাফি করে যে এমন করে কোথাও নিজের অনুভূতি শেয়ার করা যায় সেটা আমার জানা ছিল না। কিন্তু বেশ কিছু দিন যাবৎ যখন কাছের মানুষটিকে এমন করে শেয়ার করতে দেখছি তখন ভাবছিলাম যে আমিও এখানে আমার প্রিয় কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আর আজ আমার সে স্বপ্ন পূরণ হওয়ায় আমি সত্যি বেশ আনন্দিত। আজ আমি আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। হয়তো আপনাদের কাছে আমার ফটোগ্রাফি ভালো লাগবে।

আমাদের বাসার পাশেই একটি ফুলের নার্সারী। প্রতিদিন সকালে যখন অফিসের যাই তখন এই রাস্তার উপর দিয়েই আমাকে যেতে হয়। তখন সেখানে দেখি বেশ কিছু মানুষ তাদের পছন্দ মত ফুলের চারা কিনছে। মাঝে মাঝে যখন কেউ থাকে না তখন আমি একটু সামনে যেয়ে ফুলের সুবাস নেওয়ার চেষ্টা করি । আর সুযোগ পেলে ফুলের ফটোগ্রাফিও করি। আমার জন্য না হউক ফটোগ্রাফি করে রাখলে তো আমার ওয়াইফেরও কিছু হেল্প হয়। তো যাই হোক আমার সেই ফটোগ্রাফি গুলো হতে কিছু আজ আপনাদের মাঝে শেয়ার করছি।


নার্সারীতে ছিল অনেক রকমের ফুল। যার মধ্যে রয়ে লাল রঙের কয়েকটি ফুল যে গুলোর নাম আমার জানা নেই। হবে হয়তো চন্দ্র মল্লিকা বা অন্য কোন মল্লিকা। তবে এই ফুলের রং গুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বার বার ছুঁয়ে দেখতে মনে চাইলেও পারিনি। শুধু ফুল গুলো দূর থেকে দেখলাম আর তার সুন্দর ঘ্রাণ অনুভব করলাম। সত্যি বলতে এমন সুন্দর ফুল দেখলে কিন্তু মনটা এমনি তেই ভরে যায়।

তারপর তো রয়েছে আর কিছু ফুল। হলুদ রঙের ছোট বড় গেন্ধা ফুল। এই ফুলের নাম আমি আবার বেশ ভালো জানি। চিনবো না বা কেন। সেই ছোট বেলা থেকেই তো এই ফুলের কত রকমের ব্যবহার দেখে আসছি। যাই হোক নার্সারীতে থাকা এই ফুল গুলো দেখতে সেদিন বেশ ভালো লাগছিল। তার উপর সেখানে আবার দেখলাম গোলাপ ফুল এবং আরও কিছু নাম না জানা ফুল। আমার কাছে কিন্তু বেশ ভারো লাগছিল সেদিন সেই নার্সারীতে থাকা হাজারও ফুল দেখতে।

জানিনা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Vivo y22s |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.png)
