পেন্সিল আর্ট // বৃত্তের মধ্যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের চিত্রাংকন।

in Steem For Bangladesh7 months ago

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।

আজকে আপনাদের সামনে আমি "স্টিম ফর বাংলাদেশ"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "বৃত্তের মধ্যে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।

তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।

চিত্রাংকনটির সর্বশেষ ফটোগ্রাফি

1000031129.jpg

1000031127.jpg

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB, 6B)
  • পেন্সিল কম্পাস
  • পেন্সিল কাটার
  • টিসু পেপার ও
  • রাবার।

IMG_20231004_230010.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল ও পেন্সিল কম্পাস এর সাহায্যে বড় একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG_20231004_230037.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর আমি বৃত্তটির মাঝখানে একটি সরলরেখা অঙ্কন করে নিলাম এরপর এর নিচের অংশে একটি রাস্তা অঙ্কন করে নিলাম।

IMG_20231004_230215.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর আমি রাস্তার বাম সাইডে বেশ কিছু খুঁটি অঙ্কন করে একটি বাউন্ডারির মত করে দিয়ে দিলাম।

IMG_20231004_230244.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি মাঝখানে যে সরলরেখা অঙ্কন করেছিলাম তার ঠিক বাম পাশে একটি ঘর করে নিলাম।

IMG_20231004_230304.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি ঘরে আশেপাশে বেশ কিছু গাছ অঙ্কন করে নিলাম।

IMG_20231004_230320.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর আমি নিচে বাম সাইডে আরো দুটি গাছের চিত্র অঙ্কন করে নিলাম।

IMG_20231004_230337.jpg

সপ্তম ধাপঃ

  • এবার আমি রাস্তার ডান পাশে আর একটি গাছ এবং গাছের পাতাগুলো অঙ্কন করে নিলাম।

IMG_20231004_230401.jpg

চূড়ান্ত ধাপঃ

  • তারপর আমি ঘরের উপরের অংশে একটি সূর্য ও কিছু আকাশের মেঘ এবং সেই সাথে কিছু পাখি অঙ্কন করে আমি আমার চিত্রাঙ্কনটি সম্পন্ন করলাম।

IMG_20231004_230445.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ০৫-১০-২০২৩ ইং
Sort:  
 7 months ago 

আপনার আঁকা পেন্সিল স্কেচ অসাধারণ হয়েছে। অনেক শুভকামনা রইল।

 7 months ago 

আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

@alauddinpabel ভাই শুধু পেন্সিলের সাহায্যে অনেক সুন্দর একটি আর্ট তৈরী করেছেন।এক কথায় অসাধারণ হয়েছে।আপনার প্রতি শুভকামনা রইলো।

Congratulations! Your post has been upvoted through steemcurator07. Good post.

20230927_094645_0000.png

Curated by : @astilem

শুধুমাত্র পেন্সিলের মাধ্যমে যে একটি সুন্দর চিত্র আঁকা যায় তা আপনি অংকনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

 7 months ago 

The pencil art is awesome. Looks so beautiful I didn't know a scene could be drawn so beautifully even in a circle. In one word, it's amazing. It feels wonderful. I wish you all the best so that you can gift us with more beautiful art in the future.

 7 months ago 

আপনার অংকন অনেক সুন্দর হয়েছে।

 7 months ago 

Your art is very beautiful. You have presented a beautiful scene through pencil. The trees seem to have come alive in your scene to refresh the mind.

 7 months ago 

প্রিয় ভাই, আপনি চমৎকার একটি দৃশ্য অংকন করে দেখিয়েছেন আমাদের। গ্রামের বাড়িতে বাস্তবে এরকম দৃশ্য দেখা যায়। রাস্তার দুই পাশে গাছ। আপনি ধাপে ধাপে অংকন করে দেখিয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 7 months ago 

আপনার পেন্সিল অঙ্কনটি অসাধারণ হয়েছে।এভাবে এগিয়ে যান ভাল কিছু হবে ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62767.81
ETH 2942.54
USDT 1.00
SBD 3.55