Better life with steem. The diary game..21/10/2023''. Simple day:::.
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।। |
---|
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ একুশে অক্টোবর রোজ শনিবার ২০২৩ দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
প্রতিদিনের মতো আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমি আমার দাঁত ব্রাশ করি। তারপর গোসল করি। গোসল করার পর অফিসে যাওয়ার জন্য আমি তৈরি হই। ৭:৫০ মিনিটে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়।
বাসা থেকে বের হয়ে আমি অফিসের দিকে হাঁটা শুরু করলাম। আজকে একটু দেরি হওয়ায় খুব তাড়াতাড়ি খেতে যেতে লাগলাম। হোটেলে গিয়ে সকালের খাবার খেলাম। তারপরে আমি আটটা বেজে পাঁচ মিনিটে অফিসের মধ্যে প্রবেশ করলাম। অফিসের মধ্যে প্রবেশ করে আমার মেশিনটা পরিষ্কার করে নিলাম। তারপর আমার কাজে মনোযোগী হলাম।
সকাল দশটার সময় আমাদের অফিসের ক্যান্টিনে চলে গেল। সেখানে গিয়ে কয়েকজনের মিলে বিস্কুট ও চা খেলাম। তারপর কিছুক্ষণ গল্প করলাম। তারপর কাজের জায়গায় চলে আসলাম। সবাই যার যার কাজে মনোযোগী হয়ে বললাম। আজকের কাজটা খুব কঠিন। এ কাজটি কেউ সহজে করতে পারেনা। তাই খুব মনোযোগী হলাম।
দুপুর একটা সময় দুপুরের খাবার খেতে হোটেলে চলে আসলাম। হোটেলে এসে খাবার খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। দুপুর ২ টা থেকে আবারও কাজ শুরু করলাম। কাজটি অনেক চিকন হওয়ায় খুবই কষ্ট করে কাজ করতে হচ্ছে।
সন্ধ্যা সাতটার সময় আমাদের অফিস ছুটি হয়ে গেল। তারপর অফিস থেকে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দাঁড়িয়ে গল্প করে নিলাম। কার কাজ কি রকম হলো সে বিষয়েও আলাপ হল। সবাই মোটামুটি কষ্টে আছে আলাপ শুনে সেটা বোঝা গেল।
আমরা চার পাচজন একসাথে গল্প করার পর একটা হোটেলে এসে হাফ কেজি জিলাপি কিনে সবাই মিলে খেলাম। সবচাইতে বেশি জিলাপি খেয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল। নজরুল ভাই নাকি জিলাপি খুবই ভালো খেতে পারে। তাই সে জিলাপি কিনলে সে একটু বেশি খায়। তারপর হোটেলের বিল আমি পরিশোধ করলাম।
হোটেলে জিলাপি খাওয়ার পর রোকন ভাইয়ের বাসায় বেড়াতে গেলাম। সেখানে সে আমাদের কিছু আপ্যায়ন করল। সে কিছু বিস্কুট ও চানাচুর আমাদের খেতে দিল। কিছু খেজুর দিয়েছিল। সেগুলো খাওয়ার পর কিছুক্ষণ আলাপ করলাম। তারপর বাসায় চলে আসি। বাসায় এসে। এই ছিল আজকে আমার সারা দিন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সবার প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। |
---|
Hi, Greetings, Good to see you Here:)
Thank you for read My post and suggestion..