আমার কানের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম

in Steem For Bangladesh29 days ago

মোহাম্মাদ আরিফুল ইসলাম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে চিকিৎসা জন্য সাহায্যের পোস্ট করেছিলাম আমি সামান্য হলেও আপনাদের কাছ থেকে কিছু অর্থ পেয়েছি। সেই টাকা দিয়ে আমি চিকিৎসা জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম। যে টাকা খরচ হয়েছে আজকে এই পোস্টের মাধ্যমেই তুলে ধরবো।

fotor_1715179991233.jpg

IMG_20240508_150219.jpg

IMG_20240508_151134.jpg

আমার কানের এই সমস্যার সমাধান করার জন্যই আমি এই কানের ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডক্টরের ভিজিট ছিল সাতশো টাকা। ডক্টরের রুমে আমি ঢুকলাম। প্রথমে আমাকে ডক্টর জিজ্ঞেস করেছিলেন । আপনার এই কানের ভিতর কি রকম সমস্যা হয়। আমি বললাম আমার কানের ভিতরে ব্যাথা করে। অসুস্থতা কান দিয়ে শুনতেও খুব অসুবিধা হয়। ভিতরে অনেক টেনশন করি। ডক্টর আমাকে বলছেন আপনার এই টেনশন করে কোন লাভ হবে না। নিজেকে শান্ত রাখেন এবং এই ব্যথা থেমে রাখার জন্য ঔষধ আছে। ডক্টর দুটি টেস্ট দিয়েছিলেন ব্লাড। এই রিপোর্ট পাওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম।

IMG_20240508_152601.jpg

IMG_20240508_194408.jpg

IMG_20240508_162445.jpg

আমি দীর্ঘ এক ঘন্টা সময় হসপিটালে বসে ছিলাম।রক্তের টেস্ট করার জন্য ৫৩০ টাকা খরচ দিয়েছি। এই রিপোর্ট হাতে পাওয়ার জন্য। আমি রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তারকে দেখালাম। আমার শরীরে রক্তের কোন সমস্যা নেই তবে আমার রক্তের গ্রুপ এ পজেটিভ। আমাকে সুস্থ থাকতে হলে সব সময় আমাকে নিজের ওপর খেয়াল রাখতে হবে। ডক্টরেরা এই কানে অস্ত্র ধরতে ভয় পাচ্ছে। অনেক রিক্স আছে এইজন্য টেনশনে আছি ।এবং ব্যথা ঔষধ খেয়ে খেয়ে থাকতে হবে।আমাকে যে ওষুধগুলো লিখে দিয়েছিল। আমি সেই ঔষধ কিনে নিয়েছি ৩৫০ টাকা এই অসুস্থ কানের ভিতর কখনোই ময়লার জমা দেওয়া যাবে না। সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনাদের কিছু অর্থ আমার কাছে রয়ে গিয়েছে। আমার এই ওষুধের কাজে আমি লাগাবো। আমার জন্য দোয়া করবেন। সারাজীবন ভালো থাকতে পারি। আমার এই অসুস্থতার জন্য আমি অন্য কোন কাজই করতে পারি না। তাই আমি সবাইকে আমি বলব আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করবেন। এতেই আমি খুশি থাকবো। আমার এই কানের চিকিৎসা চলমান থাকবে।

আমি আজকে আপনাদের মাঝে আপডেট দিয়ে জানিয়ে দিলাম।

Sort:  
Loading...

TEAM 2

Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts, good comments anywhere and any tags.

 Post.jpg


Curated by : @msharif

 28 days ago 

@msharif ভাই ধন্যবাদ আমার পোস্টে সাপোর্ট দেয়ার জন্য।

Hi Mohammed! Can I ask you again: can your hearing loss be corrected with a cochlear implant? Is this treatment possible for you? And can your pain be eliminated for good? As long as you only get rid of the symptoms, you're not really well...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71138.51
ETH 3842.89
USDT 1.00
SBD 3.48