You are viewing a single comment's thread from:

RE: Steem For Bangladesh Online Meeting | Time: Saturday, 16th December , 2023 - at 9:00 PM | Special Meeting For Steem Growth

in Steem For Bangladeshlast year

স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি সঙ্গে আমরা সারা জীবন থাকতে চাই। আমাদের এডমিন রিপন ভাই ও শরিফ ভাই বাংলাদেশের এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক কঠোর পরিশ্রম করেছে। সেই সঙ্গে আমাদের বাংলাদেশের যত ইউজার রয়েছে। সব সময় এই স্টিমফর বাংলাদেশ কমিউনিটির সঙ্গে থেকেছে । এজন্য আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে আসতে পেরেছি। এবং সব সময় এংগেজমেন্ট চ্যালেঞ্জে আমরা প্রথমে থাকতে চাই। এ বছরের শেষ হ্যাং আউট আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবো। আমরা এই মিটিং থেকে অনেক কিছু জানতে পারবো। আমরা এই এস্টিমেট প্ল্যাটফর্মে সবসময়ই থাকতে চাই।