ঘুরে আসলাম উত্তর ডামুড্যা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান অনুষ্ঠান থেকে ||১৬-১২-২০২২

in Steem For Bangladeshlast year

সম্মানিত বন্ধুরা আশাকরি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে ভ্রমন করতে গেছিলাম বাংলাদেশের শরীয়তপুরের উত্তর ডামুড্যাতে। সেখানে একটি মাদরাসা আছে।
IMG_20221215_120335_014.jpg

মাদরাসা দেখতে অনেক সুন্দর। মাদ্রাসার সামনে মাদ্রাসার একটি গেট আছে। নিচে খোদাই করে মাদরাসার নাম এবং স্থাপিত হওয়ার তারিখ লেখা আছে।
IMG_20221214_215726_209.jpg
মাদরাসাটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। উত্তর ডামুড্যা মাদরাসাতে প্রায় ৫০০ জন এতিম ছাত্র নুরানি, কওমি এবং হিফয বিভাগে পড়াশোনা করে।
IMG_20221214_222211_846.jpg

যাঁরা হিফয বিভাগে পড়ে তাদের কাজ হলো পবিত্র কুরআন হিফজ বা মুখস্থ করা। আর যারা কওমিতে পড়ে তাদের কাজ হল কুরআনের অর্থ, ব্যখ্যা,বিশ্লেষণ করে পড়া।
IMG_20221216_123600_756.jpg

আমি যখন মাদ্রাসায় গেলাম তখন দেখলাম যারা কোরয়ানে হাফেজ হয়েছে তাদেরকে নিয়ে পাগরি পরানের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

IMG_20221214_220026_369.jpg

এবং একটি ওয়াজমাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মাহফিলে কুরআনের হাফজদের পাগরি পারানো হবে। আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।
IMG_20221214_215855_120.jpg
যেহেতু আমি সবার শেষে গিয়েছে তাই হাফেজদের ফটোগ্রাফি করতে পারিনাই। কিন্তু জনসাধারণের ফটোগ্রাফি করে নিলাম। সেখানে অনেক লোকের সমাগম হয়েছে।
IMG_20221214_215837_800.jpg
একজন বক্তা কুরআনের আলোচনা করেন এবং সকল শ্রোতারা মনোযোগ দিয়ে শুনেন। এই ভাবেই শেষ শেষ হয় উত্তর ডামুড্যা মাদ্রাসার হফেজ ছাত্রদের পাগরি প্রদান কার্যক্রম। সকলকে ধন্যবাদ।
IMG_20221214_215909_858.jpg

IMG_20221214_215922_124.jpg

IMG_20221214_215927_429.jpg

IMG_20221214_215618_957.jpg

Sort:  
 last year 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI[ ? ] ( 0.00 % self, 15 upvotes, 9 accounts, last 7d )
Transfer to Vesting0 STEEM
Cash Out
0
ResultNoClub

Thank you

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69273.41
ETH 3681.83
USDT 1.00
SBD 3.20