স্টিম নিউজ @ 19 এপ্রিল 2024: মে মাসের কমিউনিটি কিউরেটর পদের জন্য আবেদন করতে পারবেন এখন।

in Steem For Bangladesh13 days ago

স্টিমিট ইনক মে মাসের কমিউনিটি কিউরেটর পদে আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

স্টিম ভিডিও কন্টেস্ট আগামীকাল শেষ হয়ে যাবে।

আজকের স্টিম নিউজে @the-gorilla এর Steemit.com সংস্কার , ইন্টারভিউ শোকেজ, ওয়ার্ল্ড অফ এক্সপিলার, স্টিম এর বেসিক , এবং স্টিমে কন্টেস্ট সম্পর্কিত নিউজ ও আপডেট রয়েছে।



1. মে মাসের কমিউনিটি কিউরেটর পদের জন্য আবেদন করতে পারবেন এখন।

যে সকল ইউজার মে মাসের কমিউনিটি কিউরেটর হওয়ার জন্য আগ্রহী, স্টিমিট টিম তাদেরকে আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

কমিউনিটি কিউরেটর পদে আবেদন করার জন্য আপনারা আইডি এর রেপুটেশন কমপক্ষে 70 হতে হবে। আর সেইসাথে ওয়ালেটে নিজের কমপক্ষে 14,500 SP থাকতে হবে ।

আবেদন করার জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছে 11:59 pm UTC, বৃহস্পতিবার 25 এপ্রিল 2024৷

এখনো পর্যন্ত 16 টি আবেদন জমা হয়েছে।



2. স্টিম ভিডিও কন্টেস্ট

@xpilar একাউন্ট দিয়ে স্টিম ভিডিও কন্টেস্ট চালু করা হয়েছে। স্টিম সম্পর্কে নিজের প্রমোশনাল ভিডিও তৈরি করে তা সোস্যাল মিডিয়াতে শেয়ার করার মাধ্যমে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন।

স্টিম ভিডিও কন্টেস্টে বিজয়ীদের জন্য বর্তমানে 49,000 SP এর বেশি ডেলিগেশন পুরস্কার রাখা হয়েছে। আর এই কন্টেস্ট এর জন্য বিচারক হিসেবে থাকবেন @xpilar, @stef1 এবং @pennsif

কন্টেস্টটি আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল শেষ হয়ে যাবে।



pennsif উইটনেস

স্টিমে প্রায় 2000 দিন পর pennsif সিদ্ধান্ত নিয়েছেন যে প্ল্যাটফর্মে তার অবদানকে পরবর্তী স্তরে নিয়ে যাবেন।

তাই তিনি স্টিম উইটনেস হিসেবে স্থাপন করেছেন... @pennsif.witness

তিনি ইতিমধ্যে যে কাজটি করছে এবং যা করার পরিকল্পনা করছে তা যদি কেউ সমর্থন করতে চান এবং আপনাদের 30টি ভোটের মধ্যে একটি ভোট @pennsif.witness-এ দিতে চান তাহলে তিনি অত্যন্ত কৃতজ্ঞ থাকবেন।

আপনি এখানে তার সম্পূর্ণ উইটনেস পোস্টটি পড়তে পারেন...

@pennsif.witness এখন #19 এ রয়েছে। যারা তাকে এই অবস্থান পেতে সাহায্য করার জন্য ভোট দিয়েছেন তাদের প্রত্যেককেই তিনি ধন্যবাদ জানিয়েছেন।



3. DAO ওয়াচ : দ্যি-গরিলা

@the-gorilla steemit.com কে মর্ডানাইজ করার জন্য তার DAO ফান্ড প্রটেক্ট এর আপডেট পোস্ট করা চালিয়ে যাচ্ছেন। তিনি একটি নতুন নেভিগেশন সিস্টেম বাস্তবায়নের জন্য ভাল অগ্রগতির সাথে কাজ করে চলেছেন, আর তার এখন পর্যন্ত করা কাজটিকে পরীক্ষা করার জন্য তিনি পরীক্ষকদের আমন্ত্রণ জানিয়েছেন।



4. ইন্টারভিউ শোকেজ

@ubongudofot তার ইন্টারভিউ শোকেজ দারুণ ভাবে চালিয়ে যাচ্ছেন। আর এবার তিনি ভেনেজুয়েলার একজন অল্পবয়সী ব্লগার @elinav সাথে কথা বলেছেন।



5. ওয়ার্ল্ড অফ এক্সপিলার

ওয়ার্ল্ড অফ এক্সপিলার কমিউনিটি হচ্ছে স্টিমের প্রাচীনতম বর্তমানে সক্রিয় কমিউনিটিগুলোর মধ্যে একটি।

এই কমিউনিটিতে @o1eh এর WOX ব্লগস্ফিয়ার ম্যাগাজিন সহ নিয়মিত বেশ কয়েকটি পোস্ট প্রকাশ পেয়ে থাকে।

সেইসাথে @adeljose's তার আইডিয়াল ওয়ার্ল্ড রিপোর্ট প্রকাশ করে চলেছেন।



6. স্টিম এর বেসিক

ট্রন ফ্যান ক্লাব কমিউনিটির মডারেটর @engrsayful তার বেসিক স্টিম টিউটোরিয়াল সিরিজের #30 তম টিউটোরিয়াল পোস্ট এ পৌঁছেছেন।



7. স্টিমে কন্টেস্ট

@disconnect প্রতিদিন স্টিমে বর্তমান কন্টেস্ট সম্পর্কে পরিপূর্ণ লিস্টের একটি পোস্ট করা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ লিস্টে 114 টি কন্টেস্ট রয়েছে যেগুলিতে প্রায় 850 স্টিমের মতো পুরস্কার অর্জনের সুযোগ রয়েছে।



মূল ডেটা [ কয়েনমার্কেটক্যাপ থেকে নেওয়া হয়েছে।]

স্টিম মূল্য US$ 0.26 19 এপ্রিল '24 11.43pm
কয়েনমার্কেটক্যাপ র‍্যাঙ্কিং #386 19 এপ্রিল '24 11.43pm
এসবিডি মূল্য US$ 3.88 19 এপ্রিল '24 11.43pm
ইউনিক ভিজিটর (steemit.com) 164,442 / দিন 19 এপ্রিল '24 11.43pm
পেজ ভিউ (steemit.com) 253,167 / দিন 19 এপ্রিল '24 11.43pm


এটি (19 এপ্রিল '24) এর #525 তম সংবাদ পরিষেবা।



[ গ্রাফিক্স: @pennsif ]



Original Post : The Steem News @ 19 April 2024 : Community Curators for May - Applications Open...

I invite you all to support @pennsif & @pennsif.witness to grow across platforms through strong communication at all levels and targeted high-yield development with available resources.

Click Here

Sort:  

বিভিন্ন ভাষায় একই পোস্ট করা হচ্ছে মনে হয়? এটা কি ভাই, একটু বুঝিয়ে বলবেন কি?

 11 days ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। স্টিমিট প্লাটফর্মের গুরুত্বপূর্ণ সকল আপডেট এবং ইউজারদের অসাধারণ গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেমন আপনার পোস্ট থেকে অনেক কিছুই শেখার আছে যা ইউজারদের কাছে উপস্থনের জন্য pennsif স্যার তার স্টিম নিউজে অন্তর্ভুক্ত করেন। আর আমরা নেটিভ দেশের ইউজার হিসেবে এটা নেটিভ কমিউনিটিতে আমাদের মাতৃভাষায় অনুবাদ করে পোস্ট করি যা প্রমোশন হিসেবে কাজ করে পাশাপাশি আমাদের নেটিভ ইউজার এই গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে জানতে পারে ।

কিন্তু সমস্যা হচ্ছে একই পোস্ট যদি বিশ্বের ৫০ টা ভাষায় ৫০ জন ট্রান্সলেট করে ৫০ বার ইনকাম করে এটা কতটা যৌক্তিক হয়? পোস্ট বা মূল কন্টেন্ট হচ্ছে একটি সেটা দেখে যখন অনেক জন মানুষ ইনকাম করে এটি হচ্ছে সমস্যা। যদি এমনটি করা হয়, ধরেন আমি একটি পোস্ট লিখলাম সেটি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে আরো ২০ বার পোস্ট করলাম। তাহলে একই পোস্ট দিয়ে ২০ বার ইনকাম করা হয়ে গেল না? এটাতো রিওয়ার্ড ফার্মিং।

আশা করছি এই বিষয়টি আপনাদের কমিউনিটিতে আলোচনা করবেন অন্যথায় এরকম ট্রান্সলেট পোস্টের মাধ্যমে রিওয়ার্ড ফার্মিং এর জন্য রিপোর্ট করা হবে। ধন্যবাদ।

@rme
@veigo
@sagor1233
@labib2000
@pennsif

 5 days ago 

@rex-sumon এর সাথে আলোচনা করে উনি একটা সমাধানে উপনীত হয়েছেন ।

ওকে। ধন্যবাদ দাদা।

খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন ভাই।
উনি প্রমোশনের জন্য যদি এই পোষ্টটি ট্রান্সলেট করে থাকেন, সেক্ষেত্রে পে-আউট ডেকলাইন করে দেওয়ার সুযোগ রয়েছে সেটিংস থেকে।

এক্ষেত্রে রিওয়ার্ড ফার্মিং ও হলো না। নেটিভ ইউজারদের কাছে প্রমোশন ও হলো।

হ্যাঁ, রিওয়ার্ড নেয়া নিয়েই আমার আপত্তি। ডেক্লাইন করলে সমস্যা নাই

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64307.66
ETH 3146.33
USDT 1.00
SBD 3.88