রোজার ঈদ সামনে রেখে ঈদের কেনাকাটা (জনপ্রিয় পোশাক ব্যান্ড ইজি ফ্যাশন লিমিটেড)।steemCreated with Sketch.

in Steem For Bangladeshlast month


"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু"
বাংলা অনুবাদ: আপনার উপর শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক।

আজ রোজ মঙ্গলবার
পহেলা এপ্রিল ২০২৪
@mdshanto 🔷 বাংলাদেশী🇧🇩
হ্যালো স্টিমিট বন্ধুগণ, আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা অবিরাম।


↪ ঈদের পোশাক কেনাকাটা↩

আজকের এই ব্লগ আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আজকের ব্লগ মূলত সামনে রোজার ঈদকে ঘিরে। যেহেতু বর্তমানে রমজান মাস চলছে অর্থাৎ মুসলিমদের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাস হল এই রমজান মাস। এবং সকল দেশের মুসল্লীরা একমাস সিয়াম পালন অর্থাৎ রোজা রাখার পর ঈদ উদযাপন করে অত্যন্ত আনন্দের সাথে। আর এই আনন্দ সকলের সাথে ধনী গরিব ফকির মিসকিন সকলকে সাথে নিয়ে উদযাপিত হয় এই ঈদ। আর এই ঈদকে ঘিরে প্রত্যেক মানুষের বিভিন্ন ধরনের ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে। আর তারই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের প্রয়োজনীয় পোশাক অর্থাৎ নতুন পোশাক ক্রয় করে থাকেন। এবং বড় বড় অর্থাৎ যারা ধনী আছেন তারা তাদের ধন-সম্পদের যাকাত দিয়ে থাকেন এবং সেই যাকাতের অর্থ গরিব মুসলিমদের হাতে তুলে দেন যেন তারা খুব সুন্দর ভাবে এই ঈদকে উদযাপন করতে পারেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের মানুষকে পোশাক যেমন শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি গিফট করে থাকে এই রমজান মাসে। এবং আমাদের ইসলাম ধর্মে রয়েছে রমজান মাসে এক টাকা দান করলে অন্যান্য মাসের তুলনার চেয়ে সুন্দর গুণ বেশি সওয়াব অর্জন করা যায় মহান আল্লাহ পাকের কাছ থেকে। তাই এই মাসকে ঘিরে প্রত্যেকের অনেক বেশি ধর্মভীরতা থাকে এবং সেই সাথে মহান আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ করে থাকেন। এর সবকিছু হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমার আজকের ব্লগ হলো এই রমজান মাস শেষে ঈদকে খুব সুন্দর ভাবে উদযাপন করার জন্য আমার নিজের জন্য কিছু নতুন জামা কাপড় ক্রয় করা নিয়ে। আর এজন্যই আমি আমার নিজের জন্য শপিং করার উদ্দেশ্যে নরসিংদীর সবচেয়ে বড় শোরুম ইজি ফ্যাশন লিমিটেডে চলে গেলাম।

1000025606.jpg

যদিও এই ইজি ফ্যাশন লিমিটেড আগে অনেক ছোট একটি দোকান নিয়ে বিজনেস করত এই নরসিংদী জেলাতে তবে নরসিংদীর মানুষ অনেক বেশি এই ব্র্যান্ডের উপর আস্থা রাখতে এবং ক্রয় বৃদ্ধি করেছে আর এ কারণে নরসিংদীতে সবচেয়ে বড় শোরুম উদ্বোধন হয়েছে এই রমজান মাসে এবং এখানে আমি আজকের শপিং সম্পন্ন করব।এজন্য আমি আমার হোস্টেল থেকে একটি রিক্সা নিয়ে সরাসরি নরসিংদী জেলার ইজি ফ্যাশন লিমিটেড এর এই শোরুমে চলে আসলাম। এখানে এসে দেখতে পারলাম অনেক মানুষের সমাগম অর্থাৎ আমি ব্যতীত বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ এখানে এসে জমায়েত হয়েছে শুধুমাত্র ঈদের পোশাক ক্রয় করার উদ্দেশ্যে। এবং এখানে এসে সবচেয়ে বড় যে নিউজ পেলাম সেটি হল এবারে ইজি ফ্যাশন লিমিটেড শুধুমাত্র নরসিংদীর শাখায় 40 কোটি টাকার পণ্য এনেছে বিক্রয় করার উদ্দেশ্যে। আপনারা বুঝতে পারছেন নরসিংদী জেলায় এই ইজি ফ্যাশন লিমিটেডের চাহিদা কতটা বেশি। ইজি ফ্যাশন লিমিটেডের এত বেশি চাহিদা হওয়ার কারণ হলো আমার মনে হয় দুটি একটি হল পণ্যের গুণগত মান এবং অপরটি হল অন্যের চাহিদা পণ্যের গুণগত মান এবং অপরটি হল পণ্যর দাম। অর্থাৎ দামের সাথে গুণগত মানের যথেষ্ট মিল এবং সাদৃশ্য রয়েছে যার কারণে এই ব্র্যান্ডের প্রতি অনেক বেশি চাহিদা দিন দিন আমাদের বাংলাদেশে বেড়ে যাচ্ছে এবং ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে এই ইজি ফ্যাশন লিমিটেডের বিজনেস। আমি মনে করি খুব শীঘ্রই অর্থাৎ খুব বেশি দূরে নয় ইজি ফ্যাশন লিমিটেড বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড এবং সেলার হিসেবে পরিচিত হতে।

1000025607.jpg

ইজি ফ্যাশন লিমিটেড শোরুমে আমি যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম প্রচুর মানুষ এবং তারা তাদের পছন্দমত পোশাকগুলো নেড়েচেড়ে দেখছে এবং বিভিন্ন মানুষ তাদের পছন্দের পণ্যগুলো ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দিচ্ছে। যেহেতু এইসব ব্র্যান্ডের শোরুম গুলো তাদের পণ্যের দাম একদম ফিক্সড করে দেয় তাই ক্রেতাদের অনেক বেশি সুবিধা হয় তাদের বাজেটের সাথে তাল মিলিয়ে অন্যগুলো ক্রয় করতে। এরই ধারাবাহিকতায় আমি আমার বাজেট অনুযায়ী পণ্যগুলো দেখতে থাকলাম এবং আমি দেখলাম অনেক বেশি পণ্য এবং চেয়ে অন্যগুলো দেখলে নিমিষেই পছন্দ হবে। আমি যখন পণ্যগুলো দেখতে থাকলাম তখন খেয়াল করলাম আমার প্রত্যেকটি পণ্যই যেন পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশন এই ইজি ফ্যাশন লিমিটেডের যা বলে বোঝাতে পারবো না। আমি যেভাবে ইজি ফ্যাশন লিমিটেডের সুনাম করছি তাতে মনে হবে আমি এই ব্র্যান্ডের প্রমোশন করছি। যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন কেননা এই ব্র্যান্ডের পোশাকগুলো সত্যিই অনেক বেশি সুন্দর। এক ছাদের নিচে সকল ধরনের পোশাক আপনি পেয়ে যাবেন যেমন ফুল স্লিপ শার্ট, হাফ স্লিপ শার্ট, প্যান্ট , কোট, টাই ,বেল্ট, টি-শার্ট এবং পোলো শার্ট এছাড়াও বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস গুলো এখানে পেয়ে যাবে। যেহেতু সকল ধরনের পণ্য একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন তাই আর অন্য কোন শপিং মলে যাওয়ার প্রয়োজন হবে না বা অন্য কোন ব্র্যান্ডের দোকানে যাওয়ার প্রয়োজন হবে না অন্য কোন জিনিস ক্রয় করার জন্য। অর্থাৎ আপনি একই ছাদের নিচে আপনার প্রয়োজনীয় সকল পণ্যগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পছন্দ করে আপনার বাজেটের সাথে মিলিয়ে ক্রয় করে নিতে পারবেন।

1000025609.jpg

1000025608.jpg

আমি আমার পছন্দ মত পোশাকগুলো ক্রয় করে নিলাম, এবং আমার পোশাকের যত মিল এসেছিল সবগুলো আমি আমাদের বাংলাদেশের অনলাইন পেমেন্ট গেটে নগদ এবং বিকাশের মাধ্যমে সম্পন্ন করে দিলাম। নগদ বিকাশে পেমেন্ট দেওয়ার কারণ হলো বর্তমান বাংলাদেশের একটি চ্যাম্পিয়ন চলছে নগদের এবং সেই ক্যাম্পেইন থেকে বিজয়ীরা যেতে নিতে পারবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার আর এর জন্য আমি এই পেমেন্টের হিসেবে নগদকে এবং বিকাশকে বেছে নিয়েছে। মনের আনন্দ নিয়ে এবং আগামী রমজানের ঈদগী ঘিরে আমার প্রয়োজনমতো সবচেয়ে সুন্দর পোশাকগুলো ক্রয় করে নিলাম। ক্রয় করা শেষে আমি আমার বন্ধুকে বললাম সে কিছু নিবে কিনা এবং সে আমাকে জানালো তার কোন কিছু দরকার নেই আর এর জন্য আমরা আজকে আর দেরি না করে ফ্যাশন লিমিটেড থেকে বের হয়ে পড়লাম হোস্টেলে আসার উদ্দেশ্যে।

1000025495.jpg

মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আজকের এই ব্লগ আপনারা অনেক বেশি উপভোগ করেছেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।

আমার সাথে যোগাযোগ করতে ক্লিক করুন

মাধ্যম : ফেসবুক

↪ আমাকে সমর্থন করার জন্য অসংখ্য ধন্যবাদ।♈

Sort:  
 last month 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 last month 

Hello dear, I wish to you to be in peace and living their best moments of life.

When the festival comes, it brings with it a lot of happiness. The happiness is such that delicious food is prepared, people make purchases and buy clothes. You also did great shopping for Eid and I also enjoyed seeing it.

Best of luck , may you achieve wealth , health , success and prosperity in your life Greetings from my side . Have a nice day .

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69471.12
ETH 3758.35
USDT 1.00
SBD 3.83