RE: SEC-S17W3: "National Festival"
উৎসব আমাদের সকলের কাছেই একটি আনন্দের দিন। তবে, একজন মুসলিম হিসাবে আমাদের কাছে সবথেকে বড় আর খুশির উৎসব হলো আমাদের ঈদ যা বছরে দুইবার পালিত হয়।একটি হলো ঈদ-উল-ফিতর আর অপরটি হলো ঈদ-উল-আযহা।
দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করার পর আমাদেরকে খুশির সংবাদ নিয়ে হাজির হয় পবিত্র ঈদ-উল-ফিতর।এই ঈদে আমাদের সকলের বাড়িতেই সেমাইসহ আরো নানান ধরনের মিষ্টান্ন রান্না করা হয়।এাব মিষ্টান্ন খেয়ে আনুষ্ঠানিকভাবে রোজা ভঙ্গ করে সবাই ঈদের নামাজে যাই।
আর, জ্বিলহজ্ব মাসের দশ তারিখে উৎযাপিত হয় ঈদ-উল-আযহা। যা মহান আল্লাহকে খুশি করার একটা পয়গম নিয়ে আসে আমাদের কাছে।এই ঈদে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মুসলমানেরা কোরবানি করে থাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পবিত্র ২টি ঈদ নিয়ে এত সুন্দর একটা উপস্থাপনা শেয়ার করার জন্য।আমি এই প্রতিযোগিতায় আপনার মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন।
•শুভেচ্ছান্তে,
•@nasir04