ডায়েরি গেম -২৩- মার্চ- ২০২৫ - ২২ তম রমজানে আমার কাটানো খুবই সুন্দর একটি দিন।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। রমজান মাস এসেছে কয়দিনে বা হল খুবই তাড়াতাড়ি রমজান মাস শেষ হওয়ার দিকে। রমজান মাস মানে হল খুবই চমৎকার একটি মাস এই মাসে। ২২ তম রমজানের আমার কাটানো কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরলাম।
ভোর চারটার সময় ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে সেহরি খেয়ে নিই ফজরের আযান দিলে ওযু করে নামাজ পড়ে ঘুমাতে চলে যায়।ঘুম থেকে উঠে রাতের অপরিষ্কার থালা-বাসন গুলো ধরে নিলাম রমজান মাসে ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয় কাজ শেষ করে দেখে ঘড়িতে 9:30 মিনিট হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের বড়ই আছে অনেকগুলো বড়ই হলুদ হয়ে রয়েছে তাই আমি আর আমার বোন মিলে চলে যায় বড়ই গুলো গাছ থেকে পেড়ে আনার জন্য। বড়ই গাছটি অনেক ছোট ছিল তাই গাছটাকে ভালো করে জাকিয়ে নেওয়ার ফলে সবগুলো হলুদ বড়ই পড়ে গেল। বড়ই গুলো কুড়িয়ে এনে ধুয়ে শুকাতে দিয়ে দিলাম আচার করার জন্য।
কিছুক্ষণ পরে গোসল করে জোহরের নামাজ পড়ে নিলাম নামাজ শেষ হলে রান্নার জন্য সকল কিছু গুছিয়ে নিলাম। ভাত তরকারি রান্না করতে করতে ইফতারের সকল কিছু বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিলাম। রান্না শেষ হলে ইফতারের জন্য বেগুনি ,পেঁয়াজু আলুর চপ ও বুট বাজি করা শুরু করে দিলাম। এসব কিছু গোছাতে আসরের আযান দিয়ে দিল। আমার রান্না শেষ হলে আমি থালা বাসন গুলো ধুয়ে অজু করে আসরের নামাজ পড়ে নিলাম।
কিছুক্ষণ পরে ইফতারের সাথে খাওয়ার জন্য সালাত কেটে নিলাম ও তার সাথে যা যা খাওয়া হবে সবকিছু গুছিয়ে নিলাম। ইফতারের সময় হয়ে এনে আমার স্বামী সবকিছুকে ভেঙে একসাথে করে মিক্স করে নিল। মসজিদে আযান দিলে আমরা সবাই একসাথে বসে ইফতার করি।
ইফতার করা শেষ হলে সব কিছু গুছিয়ে রেখে অজু করে মাগরিবের নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষ করে এসে সবার জন্য চা বানায়। আমার স্বামী বাজারে গিয়েছিল তিনি আসার সময় আমার জন্য এই ছোট্ট কেক নিয়ে আসে যা আমি যা দিয়ে খেতে পছন্দ করি।
চা খাওয়া শেষ হলে কিছুক্ষণ শুয়ে থাকি একটু পরে এশারের নামাজের সময় হয়ে যায় তাই উঠে গিয়ে এশার নামাজ ও তার সাথে তারাবি নামাজ পড়ে ফেলি। নামাজ শেষ করে দেখি যে আমার সামনে নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য ফালুদা নিয়ে আছে। ঠান্ডা থাকার জন্যই এই ফালুদাটি খেতে আমার অনেক ভালো লাগে। খাওয়া-দাওয়া শেষ হলে রাতে ঘুমাতে চলে যায়।

তো বন্ধুরা আজকে আমার দিনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



