একটি ডালে অতিথি পাখির ছবি অংকন।

in Steem For Bangladeshlast month
Welcome to my Art Content

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভাল আছি। আপনারা সবাই জানেন সময় অসময়ে বাংলাদেশে অনেক অতিথি পাখি ঘুরতে আসে।তাদের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। আজ আমি নাম না জানা দুটি অতিথি পাখির ছবি অংকন করতে যাচ্ছি। আশা করি আমার অংকনটি আপনাদের ভাল লাগবে।

IMG_20240504_101717.jpg

**আমি এই অংকনটি করতে ব্যবহার করেছি। **

  • রুল,
  • রাবার,
  • স্কেল
  • রং পেন্সিল
  • সাদা কাগজ।

প্রথম ধাপ :প্রথমে আমি সাদা কাগজের ওপরে একটি লাভ আঁকিয়ে নিয়েছি। তারপরে দুইপাশ দিয়ে দুইটা দাগ দিয়ে নিয়েছি।

IMG_20240504_095042.jpg

দ্বিতীয় ধাপ : দুই পাশের দাগ দুইটি দিয়ে আমি পাখির মুখ আঁকিয়েছি। মুখের মধ্যে আমি চোখ এবং ঠোট আঁকিয়েছি।

IMG_20240504_100058.jpg

তৃতীয় ধাপ : তারপরে আমি পাখি দুইটার লেজ আঁকিয়েছি। এবং পাখার মধ্যে পেন্সিল দিয়ে ফোঁটা ফোটা পেন্সিলের দাগ দিয়েছি।

IMG_20240504_100511.jpg

চতুর্থ ধাপ :পাখি দুইটির লেজের নিচ দিয়ে আমি একটি বড় ডাল আঁকিয়েছি। ডালটির মাথার দিকে আমি একগুচ্ছ পাতা আঁকিয়েছি।

IMG_20240504_101138.jpg

পঞ্চম ধাপ :ছবিটি সম্পূর্ণ আঁকানোর পরে আমি ছবিটির উপরে রং পেন্সিল দিয়ে রং করেছি। পাখি দুইটি আমি হলুদ কালারের রং করেছি।কারণ পাখি দুইটা দেখতে হলুদ কালারের ছিল। এবং লেজ দুইটার নিচে টিয়া কালারের রং দিয়েছি। এবং পাখা দুইটাও টিয়া কালার। আমি ডালটি রং করে নিয়েছি কাট কালারের। পাতার রং করেছি সবুজ কালারের। এভাবে আমি পাখি দুইটার ছবিটি অঙ্কন করেছি।

IMG_20240504_101504.jpg

আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতুর সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন ধরনের অতিথি পাখি আসে। আমি এই পাখি দুইটা একটি বাগানের মধ্যে দেখেছিলাম। আমি পাখি দুইটা দেখে ছবি আঁকানোর চেষ্টা করেছি।এবং ধাপে ধাপে সেটি শেয়ার করেছি। আশা করি আমার এই অতিথি পাখির ছবি দেখে আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমি আরো সুন্দর সুন্দর ছবি আঁকানোর চেষ্টা করব। আপনাদের মাঝে শেয়ার করব। অতিথি পাখির ছবি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে মন্তব্য করবেন। আজ এ পর্যন্তই। আগামী দিনে আমি আরো সুন্দর একটি ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি।

বিষয়বস্তু পড়ার জন্য ধন্যবাদ
সমাপ্ত

Sort:  
 last month 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 last month 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI00
Club Status5050
Period2024-05-04

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66086.15
ETH 3548.75
USDT 1.00
SBD 2.58