Achievement -1 স্টিমিট প্ল্যাটফর্মে আমার পরিচয়।

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

IMG_20240303_184030.jpg

আমার নাম কবিরুল ইসলাম।
আমি একজন নতুন গোলাকার আজ আপনাদের মাঝে আমার পরিচয় দেয়ার জন্য চলে এসেছি আশা করব আপনাদের সাথে আমি পরিচিত হয়ে ভালোভাবে কাজ করতে পারবো।

IMG_20240303_184034.jpg

আমার মাতৃভূমি বাংলাদেশ আমার নিজের ভাষা বাংলা তাই আমি আমার প্রথম পোস্ট আপনাদের মাঝে আমার নিজের মাতৃভাষায় লেখেছি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আমার নিজের জন্মভূমি সাতক্ষীরা জেলা কলারোয়া থানা সোনা বাড়ীয়া গ্রাম আমার ওয়ার্ড নাম্বার সোনা বাড়িয়া পোস্ট অফিস সোনা বাড়িয়া আমি ছোট থেকে বড় হয়েছি সোনা বাড়িয়া আমার পরিবারে বর্তমানে ৪ জন সদস্য আছে আমি বর্তমানে মালয়েশিয়ায় একজন প্রবাসী।

IMG_20240303_172306.jpg

আমার দুটি সন্তান আমার স্ত্রীর সন্তানকে নিয়ে আমি অনেক সুখে আছি আমার প্রথম সন্তান একটি মেয়ে আমার মেয়ে বর্তমানে ক্লাস থ্রিতে লেখাপড়া করে আমার দ্বিতীয় সন্তান এখনো স্কুলে যায় না ইনশাল্লাহ সামনের বছর থেকে স্কুলে পাঠানোর জন্য চেষ্টা করব।

আমি অল্প কিছুদিন ধরে মালয়েশিয়াতে একজন প্রবাসী হয়েছি এবং এই অনলাইন সম্পর্কে আমার খালাতো ভাই মানে আমার ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি যতটুকু সময় পাই আমি আমার নিজের কনটেন্ট আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব।

আমি যার মাধ্যমে এসেছি তার ইউজার নাম:- @aburihan1 আমি চেষ্টা করব আমার ছোট ভাই এই অনলাইন সম্পর্কে আমার যতটুকু ধারণা দিয়েছে সে ধারণার মাধ্যমে চলার জন্য এবং সৎ ভাবে আপনাদের মাঝে পোস্ট কমেন্ট শেয়ার করার জন্য।

এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার অনলাইনের কাজ করার অভিজ্ঞতা বলতে শুধু ফেসবুকের মাধ্যমে কিছু ছবি কিছু ভিডিও শেয়ার করতাম তাছাড়া আমি আপনাদের মাঝে পুরনো নতুন আশা করব আপনারা আমার সহযোগিতা করবেন এবং ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

IMG_20240303_172242.jpg

নিজের সম্পর্কে আরো কিছু বিস্তারিত কথা ছোটবেলা থেকে বাবা কে হারিয়েছি এবং মা এখনো বেঁচে আছে আমরা তিন ভাই বোন ভাই বোনের মধ্যে আমি মেজ বড় ভাইয়ের তিনটি সন্তান আছে এবং আমার ছোট বোন আছে তার দুটি সন্তান আছে তার বিয়ে হয়ে গিয়েছে।

ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট করে বড় হয়েছি যতদিন যাচ্ছে ততো জীবন অনুভব করতে পারছি সবাই সবার কাজে ব্যস্ত নিজেও এখন নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছি সারাদিন পরিশ্রম করে এই বিদেশে পরিবারের সাথে কথা বলে যতটুকু সময় পাব আপনাদের মাঝে নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য চেষ্টা করব।

বন্ধুরা এটি আমার প্রথম পোস্ট যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
 3 months ago (edited)

আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার সৎ পরামর্শে এই অনলাইন প্লাটফর্মে কাজ করার জন্য আগ্রহে হয়েছেন।

আর আমরা এটাও আশা করি যে আপনি অবশ্যই ভালো কিছু আপনি এই প্লাটফর্মের জন্য উপহার হিসাবে কিছু রেখে যাবেন সৎ ও নিস্টার সাথে কাজ করবেন অবশ্যই ভালো কিছু উপলব্ধি করতে পারবেন।

অবশ্যই আপনি আমাকে এই প্লাটফর্মে সম্পর্কে যে তথ্য দিয়েছেন সে তথ্য অনুযায়ী আমি কাজ করার জন্য চেষ্টা করব এবং নতুন কিছু শেয়ার করার জন্য সব সময় চেষ্টা করব ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

হ্যালো , স্টিমিট আপনাকে স্বাগতম

আপনার পছন্দের কমিউনিটিতে আগামী কিছুদিন আপনাকে রেগুলার কন্টেন্ট শেয়ার করার জন্য সাজেশন দেওয়া হচ্ছে । অরিজিনাল কন্টেন্ট শেয়ার করা কমিউনিটিতে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং রেপুটেশন তৈরি করবে । আমাদের যাচাই বাছাই এর পর আমরা আবারো ফিরে আসবো । ধন্যবাদ ।

অবশ্যই স্যার আপনি যে সাজেশন আমাকে দিয়েছেন সেই অনুযায়ী আমি কাজ করার জন্য চেষ্টা করব এবং এই প্লাটফর্মের নতুন হিসেবে কাজ করছি যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন আমি সংশোধন করার জন্য চেষ্টা করব।

সুন্দর একটি পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70855.87
ETH 3805.10
USDT 1.00
SBD 3.49