নিষ্ঠুরভাবে পুড়েছি
তুমি ও ভাবে আমাকে আর উপেক্ষা করোনা
তুমি যতবার আমাকে উপেক্ষা করেছো
আমি ততবার শ্মশানে গিয়ে নিষ্ঠুরভাবে পুড়েছি,
এখন হাড়গুলো পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে
আগুনও আর আনন্দ পায় না পুড়িয়ে মিছে মিছে।
কারো সামান্য অবহেলা ও আমি সহ্য করিনি
মুছে দিয়েছি তাকে একেবারে হৃদয়ের থেকে।
বিশ্বাস করো কখনো সেখানে থাকেনি কোনো ক্ষত
যে জন্ম নেবে কোনো নিঃসঙ্গ রাতে ব্যাথ্যাভরা স্মৃতি
তবে কেন বেড়েই চলেছে ভালোবাসা তোমার প্রতি?
যে চোখে একদিন নীলনদের ঢেউ গিয়ে মিশতো নীলাকাশে
সেই চোখে আজ পড়ন্ত রোদের অসহ্য ঝলকানি
আমার মনে একে একে জমে কালো পুঞ্জীভূত কাদম্বিনী।
এখন রহস্যময় মরুদ্যানে একটি বীজ অপেক্ষায় বৃষ্টির
কোথাও তখন তুমি আনন্দে মশগুল খেলছো আবির।
কবিতা টি পড়ে মন টা জুড়িয়ে গেল। নতুন কবিতার অপেক্ষায় থাকলাম। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
কি ভারী ভারী লেখা । তোমার হৃদয় আর না পুড়ে যাক এই কামনাই করি ।
ধন্যবাদ বন্ধু।।
Tomar emotional kotha gula pore amio kisu ta emotional hoye gase. Beche thakuk tomar valobasha.
এটা শুধুই কবিতা।তবে আবেগ খুব দামি।।
প্রেমে অনেক আঘাত পেয়েছেন বলে মনে হচ্ছে @blacks . মজা করলাম আপনার কবিতার এই লাইন গুলো বেশি ভালো লাগলো।
যে চোখে একদিন নীলনদের ঢেউ গিয়ে মিশতো নীলাকাশে
সেই চোখে আজ পড়ন্ত রোদের অসহ্য ঝলকানি
আমার মনে একে একে জমে কালো পুঞ্জীভূত কাদম্বিনী।
এখন রহস্যময় মরুদ্যানে একটি বীজ অপেক্ষায় বৃষ্টির
কোথাও তখন তুমি আনন্দে মশগুল খেলছো আবির।
ধন্যবাদ।