উঠে দাঁড়াতে একটা হাত লাগে। আর ঘুরে দাঁড়াতে লাগে শুধু একটা আঘাত।

in Helpage India4 years ago

IMG20191007195800.jpg

বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই ভালোই আছেন। গরম ও বেড়ে চলেছে তার সাথে সাথে এই করনা।
আজ শুরু করছি এমন একটা বিষয় দিয়ে, যেটা আমার জীবন থেকে পাওয়া কিছু শিক্ষার অন্তর্ভুক্ত।

কেউ কাউকে ছাড়া বাঁচেনা, এটা বড়ো রকমের রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে।মরে যায় শুধু স্বপ্নগুলো।

যদি কেউ বোঝাতে চায় সে তোমাকে ছাড়াই চলতে পারবে, তবে আমার মনে হয় সেটি করতে তাকে সাহায্য করা উচিৎ।

উঠে দাঁড়াতে একটা হাত লাগে। আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার মঙ্গল করবেন।

প্রয়োজন হলে একাই হাটবো, কিন্তু চেষ্টা করবো দুমুখো মানুষগুলোর থেকে দূরে থাকতে।

আমাদের মধ্যে একটি অবান্তর ধারণা আছে, যে ব্যক্তি রেগে গিয়ে চিৎকার করে কথাবলে তার মন সরল হয়। কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ করে থেকে হাসিমুখে কথা বলে চলে যায় সে খুব ভয়ঙ্কর।

জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়।

IMG20200213170803.jpg

ক্ষমা তাকে করো যে ভুল করেছে।
ক্ষমা তাকে করোনা, যে বেইমানী করেছে।

স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে। স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো।

কারণ, স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়।
মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না।

একটা সময়ের পর সত্যি মানুষ বদলে যায়।
বদলে যায় তার সব আবেগ, অনুভূতিগুলো।

বাহ্যিক দিকটা একই থাকলেও আচরনটা পাল্টে যায়।
আমার চোখে সেই প্রকৃত পুরুষ, যার কাছে অন্ধকার রাস্তায় কোনো মেয়ে সুযোগ নয়, বরং দায়িত্ব হয়ে ওঠে।

প্রিয় মানুষটা হারিয়ে গেলেও তার স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায়।
সুখে থাকা যায় তার স্মৃতি আকড়ে ধরে, অথবা নতুন করে বাঁচার মধ্যে দিয়ে।

একটা মানুষ দিয়ে কখনো একটা পৃথিবী তৈরি হয়না। মনে করো পুরো পৃথিবীটাই আছে শুধু ওই মানুষটাই নেই।

আজ যেটা আপনাদের কাছে লেখার মাধ্যমে শেয়ার করলাম, সেটা একান্তই আমার নিজের ভাবনা। অনেকেই সহমত নয় হতে পারেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমি আমার জীবনের উপলব্ধি ভাগ করে নিলাম মাত্র।

IMG20180508181628.jpg

আজ এখানেই শেষ করলাম, আমার জীবনের উপলব্ধি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।

Sort:  
 4 years ago 

Ki Sundor bakkha.. Onk valo bolesen. Thanks for share your thoughts.

 4 years ago 

onk gothon mulok lekha .thanks for share this.

 4 years ago 

কম বেশি সবার লেখা সময় সময় পড়ার চেষ্টা করি, কিন্তু খুব কম লেখা মন ছুঁয়ে যায়। লেখাটা এত বাস্তব ভিত্তিক এবং মনকে ছুঁয়ে গেছে যে reply না করে পারলাম না। Please @steemcurator01 go through this post, it is an incredible writing in Bengali 🙏

 4 years ago 

একদম বাস্তিবাদী লেখনী। এক কথায় অসাধারণ ।

 4 years ago 

@piudey আপনার লেখার শীর্ষকটা মন ছুঁয়ে গেছে। পুরো পোস্টটা পড়ে আর ও ভালো লাগলো। সত্যি অপূর্ব লিখেছেন।