আমাদের প্রতিদিন বাঁচার লড়াই টা চালিয়ে যেতে হবে।

in Helpage India5 years ago

IMG-20210404-WA0016.jpg

বন্ধুরা,
জীবনের নানা ওঠা পড়া দিয়ে আমরা প্রতিনিয়ত যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সকলেই সময় অসময় গিয়ে থাকি।

আজ শীর্ষকটি বেছে নেওয়ার কারণ হলো, অনেক সময় আমি দেখেছি;

অসময় অনেক প্রাণ এই পৃথিবী থেকে মুছে গেছে। তারা পারেনি জীবনের লড়াইটা করে যেতে, হেরে গেছে জীবনযুদ্ধে।

আমার সল্প অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, প্রতিটা মানুষের জীবনেই সংঘর্ষ আছে। তাই নিজেকে কখনও একা ভাববেন না, এমন কিন্তু একদমই নয় যে, আপনার জীবনটাই শুধু কষ্ট বা সংঘর্ষে ভরা।

প্রতিটি মানুষ নিজের মতো করে বাঁচার লড়াইয়ে সামিল। আমাদের সৌভাগ্য যে আমরা মানব রূপ এ জন্মগ্রহণ করেছি।

শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব। কাজেই জীবনটাকে উপভোগ করুন, শুধু ভালো নয় খারাপ সময় কেও গ্রহণ করুন, কারণ খারাপ সময় সঠিক মানুষ চিনতে সাহায্য করে।

এই যে বিগত বছর থেকে প্রত্যেকেই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাও একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে, জীবন কে ভালোবাসতে, প্রকৃতিকে যত্ন করতে।

যতদিন জীবন ততদিন জীবনে লড়াই থাকবেই। তবে একটা ব্যাপার যে লড়াই টা একা লড়ে জয় করাটা কঠিন, একটু সহজ হয় যখন বিশ্বস্ত মানুষকে পাথেও করে পাওয়া যায়।

IMG_20210527_155233.jpg

তবে কবি গুরু বলে গেছেন,

"যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।'
যদি কেউ কথা না কয়, ও.. রে, ও অভাগা কেউ কথা না কয়;
যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়।
তবে পরান খুলে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা,
একলা বলো রে।"- রবীন্দ্রনাথ ঠাকুর।

জীবনের মানেটা কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন কবি গুরু।

কাজেই নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে, যেনো একাই একশো হয়ে সব সামলানোর ক্ষমতা থাকে।

নাই বা থাকলো কেউ পাশে, নাই বা থাকলো কেউ সাথে।

একলা এসেছি, একলা চলবো, একলাই ডাক আসলে ফিরে যাবো, তাহলে আর কারোর প্রত্যাশা কেনো!
জীবন নিজের, লড়াই নিজের, জয় বা পরাজয় সেটাও নিজের, কাজেই অভিনয় করা সম্পর্ক থেকে একলা চলাই শ্রেয়।

তাই লড়াইটা জিততেই হবে। রাত যত বেশি গভীর হয়, ততই আলোর আগমন এর সময় এগিয়ে আসে।। ভালো থাকবেন সবাই। এটাই এখন আমার জীবনের ফিলোসফি।
নমস্কার।

IMG_20210415_002349.jpg

Sort:  
 5 years ago (edited)

আপনার লেখা পরে আমি নতুন করে বাঁচার লক্ষ খুজে পাই। জীবনে লড়বো কিন্তু হাড়বো না।অসাধারন লেখা।

 5 years ago 

খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ভালো লাগলো, আপনার মানসিক দৃঢ়তা আরো দৃঢ় হোক কামনা করি। @piudey

I have taken the help of a google translator to read your post. Very good thoughts. It's very inspiring and helpful for our thinking about life.

 5 years ago 

Wow! That's called the spirit @catharsis, love your efforts. Keep continue writing here every day. I believe you will get support from curator.

 5 years ago 

khub bhalo likhechen.. laraita chalieye jete hobe

 5 years ago 

অনেক ধন্যবাদ সহমত পোষণের জন্য @lother68

 5 years ago 

@pulook আপনার লেখায় অনেক গভীরতা থাকে।যখন হাসান তখন প্রাণ খুলে হাসি, আর যখন জীবনের কথা বলেন নতুন কিছু শিখি। অসংখ্য ধন্যবাদ।খুব ভালো থাকুন।

 5 years ago 

অনেক ধন্যবাদ @sampabiswas ম্যাডাম, জীবনটা তো এমন টাই তাই না, সব মেলানো মেশানো খিচুড়ি! বর্ষাকাল আসছে তাই এই উদাহরণটা দিলাম।😂

 5 years ago 

একদম সঠিক কথা বলেছেন, আমি সহমত পোষণ করি। @pulook

Nice shots.