রুগ্ন আজ পৃথিবী মানব সমাজ আজ জীবন মরণের লড়াই এ সামিল।
কি খবর সবার?
এই কমিউনিটি তে আবার আসলাম আরো একবার ফিরে, খবর নিতে সবার কঠিন মুহুর্ত কেমন কাটছে।
কোনো জায়গার পরিস্থিতি সুবিধে জনক নয়।
ঠিক তেমনি অবস্থা কলকাতাতেও।
কি দিন আমরা ডেকে আনলাম, পশু - পাখি মুক্ত কিন্তু মানুষ আজ গৃহবন্দি।
জানিনা কতজন কর্মফল এ বিশ্বাসী কিন্তু আজ যে সময় এর মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কে আমি মানুষের কর্মফল বলেই আমি মনে করি।
যে পরিবেশ আমাদের সব কিছু দিয়ে আগলে রেখেছে, কি দিয়েছি তাকে আমরা সভ্য মানুষ হয়ে?
কেবলমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বৃক্ষ ছেদন, কলকারখানার তীব্র কালো ধোঁয়া তে পরিবেশ দূষণ।
গঙ্গা যাকে সবচাইতে পবিত্র নদী বলে মানি আজ তার জলকে দূষণ স্তর এর কোন মাত্রায় পৌঁছে দিয়েছি!
উন্নতির নাম এ শুধু প্রকৃতিকে ব্যবহার করেছি আমরা।
আজ তার ফলস্বরূপ মানব সমাজও মহামারীর নাম এ দূষণ এর স্বীকার।
উন্নত সমাজের অঙ্গ মানবসমাজ আজ পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর উপহার দিয়েছে।
ফ্ল্যাট বাড়ির নাম এ বৃক্ষ ছেদন করে, বসবাসের জায়গা করে দিচ্ছে।
শিশুরা আজ শৈশবের খেলার মাঠ এর অভাবে; ঘরে বসে মোবাইল এর জগতে ঢুকে পড়ছে অসময়।
কোন দিক থেকে নিজেদের উন্নত বলবো আমরা
নিজেদের?
যেখানে সভ্যতার যুগে দাড়িয়েও বর্বর এর মত জীবন যাপন করছি।
শুধুমাত্র নিজে ভালো থাকার তাগিদে।
আমি আজ ও বুঝিনা কেনো কিছু মানুষ বুঝতে চায় না, পৃথিবী আছে তাই আমাদের অস্তিত্ব, আমদের কারণে কিন্তু পৃথিবীর অস্তিত্ব নয়!
টাকা থাকতেও কত মানুষ আজ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, তাহলে সারাটা জীবন অর্থ রোজগার করে কি হলো?
নিজের জীবনকে হারিয়ে যাবার হাত থেকে আটকাতে পারা গেল কি?
আমরা এমন অনেক কাজ সময় সময় করে থাকি যার ফলাফল সম্পর্কে সেই মুহুর্তে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবি না; ভাবতে বসি তখন যখন আর নিজেদের হাত এ কিছু থাকে না।
ছোটো থেকে যদিও সবাই শিখে বড়ো হয়েছি,"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।" কিন্তু সেসব জ্ঞানের কথা, সেগুলো শুনলে তো আর তৎক্ষণাৎ পকেট বাবাজীবন গরম হবে না।
আর পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ।
কাজেই ভোপাল গ্যাস ট্রাজেডি নিয়ে বড়ো বড়ো কথা বললেও, তার ফলাফল মারাত্মক জেনেও, তেমন কাজ কি বন্ধ হয়েছে?
আজ তাই এই মহামারী কোথাও না কোথাও মানব সমাজকে শিক্ষা দিয়ে বোঝাতে এসেছে, কর্মফল ভোগ করবার সময় এসেছে প্রস্তুত হও;
দেখি আজ কোন অর্থের জোর, কোন সভ্যতা, কোন শিক্ষা, কোন অহংকার তোমাদের রক্ষা করে!
অবশেষে বলতে চাই, পরিবেশ কিন্তু খুব বেশি কিছু দাবি করে না আমাদের থেকে, সামান্য সচেতনতাই যথেষ্ট;
তাই সকলের উচিত এইবার জেগে ওঠার নইলে চিরনিদ্রায় সকলকে শায়িত হতে হবে।
@sduttaskitchen খুব সুন্দর লিখেছেন। সত্যিই মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে। সাবধানে থাকবেন।
আপনিও সাবধানে থাকবেন @sampabiswas
Prithibir aj ai obsthar jnno majhe majhe mone hoi amrai dayi. Jaihok valo thakben.
ধন্যবাদ @hiramoni সহমত পোষণ করবার জন্য।
আপনার লেখাতে বাস্তব আছে।
ধন্যবাদ @piudey