ক্রন্দন

in WORLD OF XPILAR2 years ago

ছবির উৎস: Unsplash.com

বহু ক্রোশ বহু দূর হতে
ভাসিয়া আসে ক্রন্দন ধ্বনি
খুজিয়া বেড়াই কে যেন কোথা
আপনারে দিয়া হাতছানি ।।

মনের ব্যাকুলতা ঝরিয়া পরে
আকুল করিয়া আখি
ক্ষনে ক্ষনে বাধিয়া তাহারে
নিশাচরে বসি কে বা কারে ডাকি।।

নবনীতারুপে শিশিরের জল
জমেছে তার হৃদয়ে
আপনারে হারিয়ে
খুঁজে বেড়াই সে দিক দিগন্তারে।।

চারিদিক ছন্নছাড়া
নেই তো কোনো রথ
আধারে আধায়নে ডুবিয়াছে
পায় না আলোর পথ।

This was posted using Serey.io cross platform posting.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70845.83
ETH 3807.68
USDT 1.00
SBD 3.42