বিদ্যুৎ আসার আগে যা ব্যবহার হতো, তার নাম লন্ঠন। ১০% @btm-school

in বাংলায় তারার মেলা2 years ago

স্কুল জীবন থেকে লন্ঠন এর সাথে আমি জড়িত, লন্ঠন পরিস্কার থেকে যাবতীয় লন্ঠন সম্পর্কিত কর্মকাণ্ড সেই সময় আমি পালন করতাম। সেই লন্ঠন এর গল্প কে আপনাদের সাথে শেয়ার করবো। এখন আর তেমন ব্যবহার দেখা যায় না লন্ঠন এর , কারণ প্রযুক্তির দিক থেকে আমারা অনেক এগিয়ে গিয়েছি। তবুও আমাদের বাড়িতে আমার জেঠি এখনো ব্যবহার করে। একদিন হঠাৎ চোখে পড়তেই মোবাইলে বন্দি করে ফেললাম।

IMG_20220720_202725.jpg

লন্ঠন সাধারণত একটি ধাতব ফ্রেম থেকে তৈরি করা হয় যার চারিদিকে কয়েকটি জানালার মত পাশ থাকে, এবং এর উপরে সচরাচর একটি ধাতব আংটা বা কড়া লাগান থাকে। লন্ঠনের চারিপাশে ঈষদচ্ছ পদার্থ দিয়ে তৈরি জানালা লাগানো থাকে। এই লন্ঠন কে কেউ কেউ আবার হ্যারিকেন বলে থাকে। বর্তমানে সেগুলো সাধারণত গ্লাস বা প্লাস্টিকের তৈরি হলেও, আগের দিনে প্রাণীর শিংএর পাতলা পাত, গর্ত বা নকশা করা টিনপ্লেট দিয়ে ঢাকা থাকত। যদিও কিছু প্রাচীন লণ্ঠনে কেবল একটি ধাতব ঝাঁজরি থাকতো, যা তাদের ভূমিকা পরিষ্কারভাবে ইঙ্গিত করে। লণ্ঠন হচ্ছে একটি বহনযোগ্য আলোর উৎস যাতে সাধারণত তৈলাক্ত সলতে আলোক শিখা হিসেবে ব্যবহৃত হয়। এই লন্ঠন সাধারণত কেরোসিন তেলে চলতো। এটির চতুর্দিকে সুরক্ষামূলক ঢাকনা দিয়ে ঘেরা থাকে যার ফলে এটি সহজ বহন করা ও ঝুলিয়ে রাখা যায় এবং ঘরের বাইরে ও ঠাণ্ডা স্থানে অধিক নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যায়। সলতে প্রয়োজন মত ছোট বড় করে আলো বাড়ানো কমানো যায়।

চীনে রীতিমতো লন্ঠন উৎসব হয়ে থাকে। এক সময় গ্রামে গঞ্জে লন্ঠনের ব্যাপক কদর ছিলো। পড়তে বসে অনেক সময় দেখা যেতো যে লন্ঠন এর তেল শেষের পথে, তখন আর পড়া লাগবে বলে খুব আনন্দ হতো। আমার একটা ভালো লাগা কাজ করে, আমি এই লন্ঠন এর আলোতে পড়েছি বলে। আপনারা কেউ কি লন্ঠন এর ব্যবহার করেছেন, জানতে চাই।
ভালো থাকবেন সবাই।

Sort:  

আমাদের এলাকায় তথা সারাদেশে এটাকে হারিকেন বলে অনিক, লন্ঠন তো আরেক ধরনের বাতি। যাইহোক ছোটবেলায় আমিও এটা দিয়ে অনেক পড়াশোনা করেছি।

আর বুঝতে পেরেছি, গুনে গুনে ২৫০ ওয়ার্ড বানিয়েছেন লেখাটা, লেখা আরেকটু বেশি হলে ভালো হতো।

 2 years ago 

আচ্ছা। কি বলবো বুঝতে পারছি না

😁😁😁

সেই ছোটো বেলায় হারিকেন দেখসি আর দেখি নি আমরা তো তাও চিনি কিন্তু এই নিউ জেনারেশন তো একদমই চিনে না যেমন আমার ছোট বোন জানেই না এমন কিছু আছে

 2 years ago 

হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার ভাতিজা পিকু, ওর নাম উল্টা করলে কুপি হয়, সেই কুপি আমারা আগে গ্রামে ব্যবহার করতাম একথা সেই বিশ্বাস করছিল না। পরে অবশ্য বিশ্বাস করছে, এখন সে কুপি কি, তা জানে? আপনি কি কুপি দেখেছেন আপু?

না কুপি দেখিনি

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67489.61
ETH 3762.16
USDT 1.00
SBD 3.56