“বাংলায় তারার মেলা” ব্লগের পদযাত্রা

in বাংলায় তারার মেলা2 years ago

WhatsApp Image 2022-08-23 at 1.20.42 AM.jpeg

“বাংলায় তারার মেলা” ব্লগের পদযাত্রা

বন্ধুরা, যারা লিখতে ভালোবাসেন বা পড়তে ভালোবাসেন তারা অনুগ্রহ করে সম্পূর্ণ লেখাটা পড়বেন।

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে, কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখায় আর কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে, দেখায় এবং স্বপ্ন বোনে বা বানায়। মানুষ হিসেবে আমি তিনটা দলেই। কারণ আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখায় এবং স্বপ্ন বানায়। আমি একজন স্বপ্নবাজ মানুষ। যেখানে যত মানুষ একটু স্বপ্ন দেখে আমি তাকে আরও একটু এগিয়ে নিয়ে যায়, তাকে সাহায্য করি, তার পেছনে ইনভেস্ট করি যেন সে ভালো একটা কিছু করতে পারে, এগিয়ে যেতে পারে আরও সম্মুখে। কিন্তু দুঃখের বিষয়টা হলো সবাই এটাকে এক ধরনের দুর্বলতা মনে করে এটা থেকে সুযোগ নেয়। যে কারণে তারা আর বেশি দূর এগোতে পারে না।

আমি মানুষকে স্বপ্ন দেখায়, তার ভেতরের যে মননশীলতা আর মেধা আছে সেটাকে জাগ্রত করার চেষ্টা করি যেন সে তার মেধা দ্বারা ফুলে ও ফসলে বসুমতিকে আরও সমৃদ্ধ ও সম্পদশালী করে তুলতে পারে। তাকেও আমি সাপোর্ট দিই, সময় দিই, অর্থ দিই। কিন্তু হতাশার বিষয় হচ্ছে সেও তার মেধার বিকাশ না ঘটিয়ে অর্থ চিন্তায় মগ্ন ও বিভোর হয়ে ওঠে। ফলে ফলপ্রসূ হয়ে ওঠেনা তার স্বপ্ন।

আমি স্বপ্ন বানায় বা স্বপ্ন বুনতে ভালোবাসি। সাধারণ মানুষ যেখানে আর একটা সাধারণ মানুষের মধ্যে ধূলি কর্দম বা অলসতা, কদর্যতা বা নীচুতা দেখে সেখানে আমি মেধা বা মননশীলতার অপার সম্ভাবনা দেখি। তাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন দেখি, তুলে দিতে চাই তাকে উন্নতির চরম বা স্বর্ণ শিখরে। হতাশার কথা হচ্ছে সেও আমাকে ব্যবহার করতে চাই।

এবার আসি স্বপ্ন আর বাস্তবতায়। ‘প্রত্যাশা’ আর ‘প্রাপ্তি’ শব্দ দুৃটি আমাদের কাছে খুবই পরিচিত। এদের একটার জন্ম আমাদের মনে আর একটার জন্ম আমাদের কর্মে। আমরা প্রত্যাশা করি আকাশ ছোঁয়া কিন্তু প্রাপ্তির বেলাতে সেটা মেঘ পর্যন্তও পৌছায় না। এর কারণ আমরা প্রাপ্তির জন্য প্রত্যাশা অনুযায়ী কাজ করিনে, পরিশ্রম করিনে এবং সময় দিইনে। একারণে আমাদের প্রত্যাশা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় এটা আর মুকুলিত হওয়ার সুযোগ পায় না, সুযোগ পায় না সুবিশাল এ ধরণীকে প্রাচুর্যতায় এবং প্রাণ প্রাবল্যে ভরে তুলতে।

আমরা একটা নতুন প্লাটফর্ম তৈরী করতে চলেছি যার নাম ‘বাংলায় তারার মেলা’। এখানে থাকবে সকল মেধাবীদের মিলন মেলা। এখানে থাকবে হাজারো স্বপ্নবাজ মানুষ। এটা হবে আয়ের, শিক্ষার এবং মনের ভাবের প্রকাশের একটা মাধ্যম। এখানে সকলে তার মেধা অনুসারে উৎসাহ, অনুপ্রেরণা এবং উদ্দীপনা পাবে, বিকশিত করতে পারবে তার ভেতরের, তার গভীরের জানা অজানা সুপ্ত প্রতিভাকে। এখানে ঠাই খুঁজে পাবে নিজেকে হারিয়ে ফেলা মানুষ তার আপন অস্তিত্ব এবং নিজের স্বকীয়তাকে।

আমরা চাই চৌর্যবৃত্তিকে পরিহার করে এবং অন্যের সকল সৃষ্টিকে এড়িয়ে নিজের ছোট ছোট ভাবনা গুলোকে ধারালো লেখনীর মাধ্যমে স্তুপাকৃত করতে। যেন একশ বছর পরে হলেও আমার একটা সৃষ্টি কর্ম দেখে মানুষ আমাকে চিনতে পারে। আমাদের এমন হতে হবে যেন ব্রাশের টান দেখলেই চেনা শিল্পীর নাম বলে দেয়ার মতো হয়।

স্টিমিট প্লাটফর্মটি আসলে আর্নিং, লার্নিং এবং এক্সপ্রেসিং এরম মত একটা স্থায়ী ঠিকানা। এখানে আমরা আমাদের আনন্দ, হাসি-কান্না আর জীবনের ছোট ছোট মুহুর্তগুলো বিনি সূতার মালায় বেঁধে রাখতে চাই। আপনারা সমস্ত অশালীনতা, সমস্ত চৌর্যবৃত্তি এবং সাম্প্রদায়িক অনুভুতি এড়িয়ে এখানে আসুন আমাদের সাথে কাজ করুন দেখবেন দুখের সকল অমানিশা কাটিয়ে আমরা একদিন ধরণীকে, বসুমতিকে আলোর মশাল জ্বালিয়ে দেবোই অনিবার্য ভাবে। সুখ পাখি সকলের হাতে ধরা দিক একান্ত প্রিয়জনের মতো করে সেই শুভ কামনায়---

Sort:  
 2 years ago (edited)

খুব ভাল যোগউপযোগী উদ্যেগ আশা করি সবাই ভাল কিছু করতে পারব

 2 years ago 

রোমেন দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাবো।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট। আশাকরি সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যাবো অনেক একদিন।

 2 years ago 

আসলে সকলের প্রচেষ্টা দ্বারাই সবকিছু সম্ভব। কারও একার পক্ষে এতবড় কাজ করা সহজ নয়। আমরা সকলে পাশে আছি। এগিয়ে যান আপনি।

 2 years ago 

ম্যাডাম আপনাদের পাশে নিয়েই চলতে চাই জীবনের বাকি গুলো দিন। সাথে থাকবেন আজীবন।

ভাইয়া আমাকে কি আপনারদের কমিউনিটিতে মোডারেটর করা জাবে.?

 2 years ago (edited)

আমাদের পথযাত্রা শুভ হোক।