RE: Travel Blog : Journey from Barisal to work in Bogra district.
প্রথমেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি আপনি সঠিকভাবে বরিশাল থেকে বগুড়ায় আসতে পেরেছেন, জানতে পেরে ভালো লাগলো। আর একটা সন্তানের জন্য তার বাবার ভালোবাসার সবচাইতে গুরুত্বপূর্ণ। যেটা আপনার শশুরের কাছ থেকে অবশ্যই সবার শেখা উচিত। অনেকেই নিজের মেয়ের জামাইকে ততটা পছন্দ করেনা, কিন্তু আপনার শশুরের বিষয়টা জানতে পেরে ভালো লাগলো। আপনার শ্বশুরের মত প্রতিটা মেয়ের বাবা যেন তার হাসবেন্ড কে অনেক ভালোবাসে এটাই কামনা করি।
আসলে ট্রাভেল করা খুবই কষ্টের একটা বিষয় আমিও ট্রাভেল করতে অনেক বেশি ভয় পাই। কেননা আপনার মত আমিও ট্রাভেল করার আগে খাবার খাই না। যদিও আপনি অল্প পরিমানে খেয়েছেন আমিও মোটেও খাওয়ার চেষ্টা করি না। কেননা আমার দুর্বল হয়ে যায় এবং বমি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যার কারণে খাবার থেকে নিজেকে বিরত রাখে তারপরেও সমস্যাগুলো দেখা দেয়।
আমরা যখন গাড়ি দিয়ে ট্রাবল করি তখন বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। যারা কিনা বিভিন্ন জিনিস বিক্রি করে থাকে এটা করেও কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে। আমড়া ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল আর ট্রাভেলের সময় এটা আমাদের সঙ্গী হতে পারে। কেননা এটা একটু টক হয়ে থাকে ধন্যবাদ আপনার বরিশাল থেকে বগুড়া যাওয়ার মুহূর্তটা, আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।