মার্বেল খেলার রিভিউ

in CoPi3 years ago

গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা হল মার্বেল খেলা। মার্বেল খেলায় অংশগ্রহণ করে ছোট বড় বয়স্ক এবং পূর্ণ বয়স্ক সবাই। এক সময় মার্বেল খেলা অনেক জনপ্রিয় ছিল। এক টাকা দিয়ে দশটা মার্বেল কিনা যেত যেখানে মার্বেল খেলা হত ওই স্থানে অনেক লোক ভিড় জমতো মার্বেল খেলা দেখার জন্য। মার্বেল খেলায় কতজন লোক অংশগ্রহণ করতে পারবে তা নির্দিষ্ট নয় যতজন ইচ্ছা অংশ গ্রহণ করতে পারে। মার্বেল গুলোকে সবসময় দাগর ওপারে রাখতে হয় তা না হলে ওই ব্যক্তির দেন মারা যাবে। অন্য লোক মার্বেল চালবে। আমাদের প্রত্যেকের উচিত এই খেলা গুলোকে প্রকৃতির বুকে বাঁচিয়ে রাখা। গ্রাম বাংলার মুখ থেকে যেন এই খেলাগুলো কখনো হারিয়ে যেতে না পারে।

mim.png

খেলাহিসেবে:★★★★(৪/৫)
বিনোদনহিসেবে:★★★★★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
সর্বোপরিআমারমতামত:
★ ★ ★ ★ (৪/৫)

Sort:  

আপনি ইমেজ সোর্স দিচ্ছেন না কেন?