মিউজিক চেয়ার খেলা রিভিউ

in CoPi3 years ago

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হল মিউজিক্যাল চেয়ার খেলা এই খেলাতে প্রায় 10 থেকে 15 জন অংশগ্রহণ করতে পারে। একজন রেফারি কিংবা মিউজিক অন করার জন্য লোক থাকে। মিউজিকঅন করার সাথে সাথে মিউজিক বেজে ওঠে তখন খেলোয়াড়রা দৌড়াতে থাকে।

ppp.png

যখন মিউজিক অফ হয়ে যায় তখন আবার দৌড়ে চেয়ার কে ধরে ফেলে।আরজে চেয়ারটা ধরতে পারে না ওই ব্যক্তি আর ঐ খেলায় অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ খেলা থেকে বাদ হয়ে যায় এভাবে বাদ হতে হতে লাস্টে তিনজন থাকে এ তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এটি একটি জনপ্রিয় খেলা প্রতিবছর প্রায় স্কুলের যদি খেলা হয় এই খেলাটা হবে। কারণ মেয়েরা এই খেলাটা অনেক পছন্দ করে আর লোকজন দেখার জন্য বসে থাকে। এই খেলাতে একটু দৌড়াতে হয় এতে শরীরের ব্যায়াম হয়ে যায় শরীরটা অনেক পাতলা হয়
এই খেলাটি তে কতজন লোক লাগবে তা নির্দিষ্ট করা থাকে না যতজন ইচ্ছা অংশগ্রহণ করতে পারে কিন্তু লাস্টে টিকবে তিনজন

খেলাহিসেবে:★★★★(৪/৫)
বিনোদনহিসেবে:★★★★★(৫/৫)
শরীরচর্চারদিকথেকে:★★★★★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
সর্বোপরিআমারমতামত:
★ ★ ★ ★ (৪/৫)

Sort:  

খেলাহিসেবে
বিনোদনহিসেবে=বিনোদন হিসেবে
শরীরচর্চারদিকথেকে (শব্দের মাঝে স্পেস নাই।)
ইংরেজি বাংলার মিশ্রণ। ১০ থেকে ১৫ হবে। লাস্টে হবে না, হবে সবশেষে, লেখা justify হয়নি। দাড়ি, কমা ঠিক নাই।