Melting House - Paris Bulilding গলে যাওয়া বাড়ি দেখতে মানুষের ভিড় প্যারিসে
অবাক হচ্ছেন ভাবছেন বাড়ি কি করে এরকম মোমের মত বা আইসক্রিমের মত গলে যেতে পারে, অথবা ফটোশপ করা ছবি দিয়ে দর্শককে বোকা বানানো।
একদমই নয়, সত্যিই এরকম গলে যাওয়া বাড়ি মানুষ দেখেছে বাস্তবে একেবারে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে, আর এই বাড়িটির অবস্থান প্যারিসে সোশ্যাল।
মিডিয়ায় ভাইরাল হওয়ায় এই বাড়ির নাম মেলটিং হাউজের, বছর তিনেক আগে মেলটিং হাউজের ঠিকানা ছিল প্যারিসের জর্জ এভিনিউ, ক্রমশ পর্যটকদের ডেস্টিনেশন পয়েন্ট হয়ে উঠেছিল এটি, অবাক বিস্ময় পর্যটক মিডিয়া দেখল সত্যিই প্যারিসের রাস্তায় গলছেে এই বিশাল
বাড়ি, কিন্তু এখন কি পুরোটাই গলে ফুরিয়ে গেছে না দর্শক প্যারিসের বিখ্যাত বিগলিত
বাড়িতে নির্মাতা শিল্পী পিয়েরদেলাবি হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি কে নিয়ে খেলা
করেছেন তিনি।
2007 সালেই তিনি এই ত্রিমাত্রিক ছবির পরিকল্পনা করেন কিন্তু সমস্ত প্রকল্প সম্পাদনা করতে যে খরচ প্রয়োজন তা তখন তার হাতে ছিল না পিয়েরদেলাবি প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেলেন 11 বছর পর 2019 সালে প্যারিসে এক নির্মাণ সংস্থা নতুন বাড়ি তৈরীর সময়।
দৃশ্য দূষণ রোধে বাড়ি থেকে আড়াল করে রাখার জন্য দায়িত্ব দেন পিয়েরদেলাবিকে এই দায়িত্ব পেয়ে পিয়েরদেলাবি 11 বছর আগের পরিকল্পনা অনুযায়ী তৈরি করলেন সেই ত্রিমাত্রিক ছবি, আর ছবি দিয়েই ঘিবে ফেললেন পুরো নির্মাণের এলাকায় তখনি
বাড়িটির অবাক করা ভিডিও ছড়িয়ে পড়লো সারা বিশ্বে।
কিন্তু কয়েক মাস পরেই উধাও হয়ে গেল মেলটিং হাউস কারণ এর রহস্য বেশি মানুষের কাছে প্রকাশ করাা হয়নি জর্জফাইব এভিনিউ কাছে বাড়িটি
দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন প্যারিস বাসি।
বিদেশি পর্যটকদের ভিড় জমাতো যে
বাড়িটি নির্মাণ কাজ ঢাকতে এই মেলটিংহাউস দাঁড় করানো হয়েছিল তা নির্মাণ শেষ হয়ে গেলেই মেলটিং হাউস বন্ধ করে দেয়া হয়। আজ মেলটিং house- এক ইতিহাস তার অস্তিত্ব শুধুই......
স্মৃতিতে আর ফটোগ্রাফি.
Good
Dam dam dika dika agola ki koy
Ar koto ki dektehobe
Amon onak kisu hoy
Keno noy abar hok
কেমতে কি, কিকরে আগুলা সম্ভব, আগুলা হতেই পারে না, 🤔
য়া হবার হএইতগেছে এখন আর এগুলা বলে কি হবে ভাই
এই বাড়িটা অবাক করারমতই, দারুন শিল্পীর শৈল্পিক কারুকাজে বিচিত্র কারণে তিনি সমাদৃত।
Ami ato kor lamki lab tate
এত কিছু করে কি লাভ হইল, সেইত খালি হয়ে পারে রইল। এতদিনে শ্রম পণ্ড হলো, খুভ কস্ট লাগলো😞
Shob ses
ভাই ওনি ত কইছেই যে, ওনার এইটা সপ্ন ছিল-তা পুরন হইছে, এইটাই-ত ওনার লাভ, ভুজাগেছে বেপারটা।
ওনি সপ্ন বাস্তবায়নে সফল, কিন্তু তাত বেশিদিন রাক্তে পারলনা
ভাই আপনি আমার মনের কথা বলছেন।
Absro shob kobai lamu
সব জিনিসে কি লাভ খুজলেকি হয় মিয়া, আপনি আছেন লাভ নিয়া এইটা কিছু হইল।
Notun kisu amar hobe
কথা গুলা ১০০% রাট আছে,
Coman ter jola abar hobe
Tomi ki ta aga jante
Aga janten na
ভাই বুঝিনাই, কোন কথাটা ১০০% রাই আছে