মানুষের মূল্য কোথায়??

in আমার বাংলা ব্লগlast month


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ৭ ই ডিসেম্বর ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000593480.jpg

Source


এক সপ্তাহ আগের ঘটনা। এতদিন সময় করে লিখে উঠতে পারি নাই। বাংলাদেশে একটা চাঞ্চল্যের ঘটনা ঘটে। একজন মহিলা যে কীনা অনেক গুলো কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এটা সত্যি নৃশংস ছিল। ব‍্যাপার টা শুধু ঐ মানুষের বিবেক কে না মানবতাকেই পুরো মানব জাতিকেই প্রশ্নবিদ্ধ করে। সৃষ্টির সেরা জীবের থেকে নাকী এমন আচরণ। পরবর্তীতে ঐ কুকুরটা সরাসরি ইউএনও অফিসে চলে যায়। সে ইউএনও কে তার বাচ্চাদের হত‍্যার বিচার দিতে যায়। সেই মনের দুঃখ কষ্ট নিজের মতো করে বলে। এটা একেবারেই সত্যি। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে মিডিয়া কাভারেজ শুরু করে। বিশেষ করে এটা মূহূর্তের মধ্যে মহামারীর মতো ফেসবুকে ছড়িয়ে যায়। ঐ মহিলাকে গ্রেফতার করা হয়। এবং বলা হয় যথাযথ ব‍্যবস্থা নেওয়া হবে।

এরপর স‍্যোসাল মিডিয়ায় শুরু হয়ে যায় প্রতিবাদ। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্র এবং মিডিয়া অঙ্গনের মানুষদের প্রতিবাদ। সবাই তাদের ফেসবুক প্রোফাইলে বলতে থাকে এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনভাবেই যেন বাঁচতে না পারে এই সেই আরও কতকিছু। ফলাফল ঐ মহিলাকে জেলে প্রেরণ করা হয়। ঐ মহিলার দুইটা বাচ্চা আছে এবং তারা খুবই ছোট। একপর্যায়ে গিয়ে মায়ের সাথে বাচ্চারাও যায় জেলে। হয়তো পরবর্তীতে বিচারও হবে। কারণ তারকা অঙ্গন একেবারে ক্ষেপে উঠেছে। না আমি ঐ মহিলার কর্মকাণ্ড সাপোর্ট করছি না। ঐ মহিলা যে কাজ করেছে সেটা কোন মানুষের কাজ হতে পারে না। কতগুলো প্রাণীকে ঐভাবে যন্ত্রণা দিয়ে হত‍্যা করা কখনোই ঠিক হয়নি। এরজন‍্য থাকে বাচ্চা সন্তান সহ জেলে যেতে হয়েছে। কিন্তু এখানে ঘটনা যদি উল্টা হতো?



বাংলাদেশে তো প্রতিদিন কত প্রকার অপরাধ হচ্ছে। চুরি, বাটপারি, ঘুষ, ধর্ষণ এবং খুন। সবগুলোর কথা বাদ দেয়। বাংলাদেশে যদি কোন মানুষ কে খুন করা হয় তাহলে তখন কোন মানুষের প্রতিবাদ দেখা যায় না। অর্থাৎ এইসব তারকা অঙ্গনের মানুষ তখন একেবারে চুপ থাকে। সিচুয়েশন এমন হয় যে তারা সবকিছু একেবারে ভুলে গিয়েছে। তারা তখন কাঠের চশমা পড়ে নেয়। ফলাফল একটা খুনের বিচার কখনোই সঙ্গে সঙ্গে হয় না। যেমনটা ঐ মহিলার হয়েছে কুকুরের বাচ্চাদের মারার জন্য। আবার যদি কোন মেয়েকে ধর্ষণ করা হয়। তখনও এদের এমন সরোব হতে দেখা যায় না। দেখা গেলেও ঐ সামান্য সময়ের জন্য। তারা কখনোই দ্রুত শাস্তি দাবি করে না। কিন্তু এক্ষেত্রে সবাই প্রায় এই দাবি তোলে। এখানে তাহলে পুরো ঘটনা কি দাঁড়ালো?

বাংলাদেশে মানুষের মূল‍্য সবচাইতে কম। একটা কুকুর অথবা বিড়াল মরে গেলে এরা যতটা ব‍্যাথা পাই একজন মানুষের মৃত্যু তে এদের কিছু যায় আসে না। সেটা এদের কাছে যেন একেবারে সহজ বিষয়। মানুষের উপর অত‍্যাচারে এরা মুখ খোলে না কোনভাবেই। একেবারে মুখে কুলুপ এঁটে বসে থাকে। মানুষের কোন মূল্য নেই। মানুষের গুরুত্ব এখন ঐসব প্রাণীদের থেকেও কম। কথাগুলো হঠাৎ আমার মাথায় আসলো যখন দেখলাম সবাই খুব ঘৃণাভরে ঐ মহিলার শাস্তি চাচ্ছে। কিন্তু এরা ঐভাবে কখনোই একজন খুনির অথবা একজন ধর্ষকের শাস্তি চাই না। এতো পার্থক্য কেন? শুধুমাত্র মানুষের সাথে হয়েছে এইজন্য? নাকী আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা??



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png