বৃষ্টিভেজা ইফতার পার্টি (১৯ মার্চ ২০২৪)।

IMG_20240319_183430.jpg
দিনটি ছিল ১৯ মার্চ ২০২৪। রমজান মাসের ৮ তারিখ। ভার্সিটির বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ইফতার পার্টির আয়োজন করার জন্য। প্রথমে পুরো ডিপার্টমেন্ট মিলে আয়োজন করার চিন্তা করলেও ঝামেলা কমাতে শুধু আমাদের ব্যাচম্যাটরা মিলে ইফতার করার সিদ্ধান্ত নেই। প্রথমে ৭০ টাকা করে জনপ্রতি চাঁদা ধরা হলেও জিনিসপত্রের দাম বিবেচনা করে ১০০ টাকা ঠিক করা হয়। দিনটি ছিল মঙ্গলবার। ওইদিন আবার একটা এক্সাম থাকার কারণে উপস্থিতি ছিল সর্বোচ্চ। এক্সামের আগেই সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যেন এক্সামের পরে সবাই থেকে যায়। যেহেতু ইফতার করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তাই ঝামেলা কমাতে মেয়েদেরকে পার্টিতে নেওয়া হয় নি। সবার থেকে টাকা জমা নেওয়ার পর দেখা গেল ২৫ জন হইছে। আমরা ৫ জন কেনাকাটা করতে চলে গেলাম বাজারে। বাকিরা বাসায় চলে গেল ফ্রেশ হতে। বাজার করে এসে ইফতার প্রস্তুত করা শুরু করলাম। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। দেখতে দেখতে বৃষ্টি শুরু হলো। এদিকে ইফতারের সময় হয়ে গেছে। ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের নিচে ইফতার শেষ করলাম। বৃষ্টি থখন আরো বেড়েছে। বন্ধুরা মিলে গান আড্ডায় মেতে উঠলাম। বৃষ্টি একটু কমলে ভিজে ভিজেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসলাম। সবার কাছ বিদায় নিয়ে সেদিনের মত বাসায় চলে আসলাম।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67692.69
ETH 3797.88
USDT 1.00
SBD 3.51