অমরতা 🖤

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো বন্ধুরা

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!

অমরতা

অমরতা অর্থ হলো যে কখনো মরে না, বা মৃত্যুহীন অবস্থা।
অর্থাৎ, চিরজীবন বেঁচে থাকা বা অবিনাশী থাকা।দেবতাদের অমরতা আছে বলে মনে করা হয়।মানুষ মরনশীল তবে মানুষ তাঁর নিজস্ব কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে।যেমন একজন কণ্ঠশিল্পীর মৃত্যু নেই মানে হলো,তাঁর গান, কণ্ঠ, সুর ও অনুভূতি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে।যদিও তিনি শারীরিকভাবে পৃথিবী থেকে চলে যান,তার কণ্ঠে বন্দি আবেগ,ভালোবাসা আর সুর অমর হয়ে থাকে মানুষের মনে।সংক্ষেপে বলা যায় শিল্পীর দেহ মরে, কিন্তু তার সুর অমর থাকে।তেমনি একজন মানুষ হলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী জুবিন গার্গ।

প্রয়াত শিল্পী জুবিন গার্গ ছিলেন একাধিক প্রতিভাবান শিল্পী গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, অভিনয়শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা। কণ্ঠশিল্পী হিসেবে, তিনি অসমীয়া, বাংলা ও হিন্দি ভাষায় কাজ করেছেন, পাশাপাশি প্রায় ৪০টি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন।

pexels-suvan-chowdhury-37305-144429.jpg

pexels-vishnurnair-1105666.jpg

ফটো সোর্স

আমি ছোটবেলা থেকেই সঙ্গীত প্রিয় একজন মানুষ, গান শোনা আমার নেশা ছিলো।বাংলা হিন্দি যে গানই হোক না কেনো সব গানই শুনতাম।আমাদের বাড়িতে জন্মের পর থেকেই টিভি রেডিও তারপর ক্যাসেট এগুলো দেখেই বড় হয়েছি সেই সুবাদে গান শোনার কোনো সমস্যা ছিলো না।সুযোগের অভাবে গান টা শেখা হয়ে ওঠেনি।তবে বিয়ের পর আমার ইচ্ছেকে মূল্যায়ন করে আমার বর আমার গান শেখার ব্যবস্থা করে দেয়।আমি আর পাশের বাসার একটা মেয়ে আমরা দুজন শিখতাম!আমার গানের প্রতি অগাধ ভালোবাসা ছিলো যা একজন ছোটখাটো শিল্পীর মনে হয় থাকে না....! যাইহোক সেগুলো আর নাই বা বলি..

বিয়ের পর পরই আমরা খুব কষ্টে ১০৫০০ টাকা দিয়ে একটা টিভি কিনি!আর সেটা শুধুমাত্র আমার গান শোনার জন্যই..!আমার বাসায় গান ছাড়া আর কোনোকিছু চলতো না,শুধু একটা টাইমে বর খবর দেখতো।তাছাড়া সারাদিন শুধু গান আর গান। আমার খুব স্বপ্ন ছিলো যখন আমার টাকা-পয়সা হবে তখন আমি আমার রুম টাকে হোম থিয়েটার বক্সে সাজাবো! যার অডিও সিস্টেম বাড়িতে একটি সিনেমা হলের মতো সাউন্ডের হবে!যেখানে বিভিন্ন স্পিকার, একটি রিসিভার এবং একটি ডিসপ্লে ডিভাইস (যেমন টিভি) অন্তর্ভুক্ত থাকবে যা একটি সম্পূর্ণ হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম আমি পাবো।ভগবান হয়তো সেই সুযোগ আমাকে দিয়েছিলো কিন্তু তখন আমি অসুস্থ হয়ে পড়ি আর তাই স্বপ্ন টা আর পূরণ করা হয়ে ওঠেনি।

২০০৬ সালে যখন Gangster সিনেমার Ya Ali গানটা পুরো ভারতবর্ষ ছাড়িয়ে আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠলো তখন থেকেই গানের শিল্পী জুবিন গার্গ কে চেনা হলো।তারপর তো দেবের অনেক গানে তার কণ্ঠ আমরা শুনেছি যা সবার কাছে খুবই পছন্দের গান ছিলো।তাঁর গান গুলো এতোটাই হৃদয়স্পর্শী যা শুনলেই মনের মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা তৈরি হতো।তখন থেকেই আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন জুবিন গার্গ।

বেশকিছুদিন ধরে আমি অসুস্থ বিছানায় শুয়েবসে দিন কাটাচ্ছি কোনো কাজ করতে পারছি না।মেয়েরা আর তাদের বাবা ছুটি নিয়ে আসছে বাবা মেয়ে মিলে সবকিছু করছে।শুয়ে-বসে সময় যেনো কাটতেই চায় না সময় কাটানোর একমাত্র মাধ্যম হলো ফোন।অনেক বছর ধরে আমি টিভি দেখি না তার পিছনে একটা কারণ আছে...!

ফোন দেখতে দেখতে হঠাৎ করেই প্রিয় শিল্পীর মৃত্যুর সংবাদ টা চোখে পড়লো।তাঁর মৃত্যু সংবাদ টা দেখে যেনো এক নিমেষেই আমার হৃদয়টা ভেঙে চুরমার হওয়ার মতো অবস্থা...হলো💔 আমার আপনজনের মৃত্যুর পর এই প্রথম অন্য কারো মৃত্যুতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়! কয়দিন ধরে সবসময়ই তাঁর মৃত্যুর সব খুঁটিনাটি বিষয় গুলো দেখছি আর তাঁর গান শুনছি।অসুস্থতার কারণে যতোটা না খারাপ লাগছে তারচেয়ে বেশি প্রিয় শিল্পীর মৃত্যুে লাগছে!আমার সবচেয়ে বড় সমস্যা হলো যদি কোনো বিষয় একবার মাথায় ঢোকে তা সহজে বের হয় না!ভাবতে ভাবতে নিজের বারোটা বাজিয়ে ছাড়ি।

বাসায় সবাই আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে.... আমি মেডিটেশন কোর্স করি...সেখানে বার বার বলা হয় নেগেটিভ কিছু দেখবেন না শুনবেন না তাহলে সেই নেগেটিভিটি গুলো আপনার শরীর ও অবচেতন মনে প্রভাব ফেলবে!কয়দিন আমি ক্লাসেও যুক্ত হয়নি সারাদিন শুধু শোক নিয়ে দিন পার করছি! মনে হচ্ছে আমার খুব কাছের কেউ খুব আপনজন চলে গেছে এরকম ফিল হচ্ছে....!আর বার বার মনে হচ্ছে যদি আসাম কাছে হতো তাহলে আমি তাঁকে একনজর হলেও দেখতে যেতাম,তাহলে হয়তো ভালো লাগতো।আমার পতিদেবতা বলছে আর একবার যদি এই ধরণের খবর গুলো দেখতে দেখে তাহলে আমার ফোন ভেঙে ফেলবে!!

তাই ভাবছি আজকেই শেষ আমার প্রিয় শিল্পীর এই পোস্ট টা আমার এখানে স্মৃতি হিসেবে রেখে দিলাম যাতে করে প্রতি বছর বছর তাঁকে স্মরণ করতে পারি কখনো ভুলে না যাই।🙏😭

তাঁর গান আর শিল্পীসত্তা চিরকাল বেঁচে থাকবে কোটি ভক্তের হৃদয়ে............
পরপারে ভালো থাকবেন....🙏🙏🖤

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟