আজকের কেনাকাটা করতে যাওয়ার মূহুর্ত
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো লাগবে।
আজকে দুই বোন মিলে সুন্দর সময় কাটানোর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। কেনাকাটা করতে বরাবরই ভীষণ ভালো লাগে। তবে এখন আর আগের মতো বের হতে পারিনা।শীত কালে প্রচন্ড কাজের চাপ রয়েছে। এছাড়াও যা ঠান্ডা পড়েছে বাইরে বেরোনোর উপায় নেই।তবে একা একা কেনাকাটা করতে বেরোতে একেবারেই ইচ্ছে করেনা।
সাথে যদি মনের মত সঙ্গী না থাকে তাহলে কোথাও সময় কাটাতে ইচ্ছে করে না।আমার বোন বেশ অনেকদিন পরই আবার এসেছে আমার বাড়িতে বেড়াতে। এখন একটু কাজের চাপ কম রয়েছে।তাই শীতের মিষ্টি রোদ গায়ে লাগিয়ে দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবার জন্য। আসলে বিশেষ করে একটা পছন্দের জিনিস চেঞ্জ করার জন্য আরও যাওয়া। জিনিস পাল্টানোর বিষয়টা আমার একেবারে অপছন্দ। তবে এই জিনিসটি আমাকে একজন গিফট করেছিল ।সেটা আমার পছন্দ হয়নি বলে আমি নিজেই গিয়েছিলাম সেটাকে চেঞ্জ করবার জন্য। পছন্দের মানুষ যদি কোন পছন্দের জিনিস গিফট করে সেটা যদি ব্যবহার করতে না পারি তাহলে ঘরে রাখার কোন মানেই হয় না।
তাই পছন্দ মত জিনিস নেওয়ার জন্যই আজকে বিশেষ করে বেরোনো। প্রথমেই চলে গিয়েছিলাম আজকে জিনিসটি পাল্টানোর জন্য। অনেক কিছু দেখার পরেও কোন কিছুই পছন্দ হচ্ছিল না।কোনো রকমে একটা জিনিস পছন্দ করে নিয়েছি। জিনিস সব সময় চেঞ্জ করতে যাওয়ার সময় দোকানদার ভালো কোন জিনিস বের করতেই চাই না। এরপর বেরিয়ে পড়েছিলাম আরো কয়েকটা জিনিস কিনব বলে। এই জিনিসগুলো কেনার কোন প্ল্যান ছিল না। তবুও বাইরে বেরোলে মনে হয় নিজের জন্য কিছু না কিছু কিনবার জন্য। এরপর চলে গিয়েছিলাম আমাদেরই চেনাজানা জামাকাপড়ের দোকানে। এবারে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় একটু ঘোরাঘুরি করার জন্য মোটা ধরনের সোয়েটারের প্রয়োজন। আমি মোটা সোয়েটার একেবারেই পড়তে পারি না। কিন্তু রাস্তায় বেরোলে পড়তে হয় ।তাই কিছু সোয়েটার ঘরে সব সময় শীতকালের জন্য রেখে দিই।
কিছুদিন আগে দার্জিলিংয়ে গিয়েছিলাম। সেখানে কয়েকটা সোয়েটার পছন্দ হয়েছিল। কিন্তু ওখান থেকে আমাকে আবার টেনে নিয়ে আসতে হবে। তাই ওখান থেকে নেওয়া হয়নি।কৃষ্ণনগর থেকেই আজকে একটা পছন্দমত সোয়েটার কিনে নিয়েছি ।কারণ শীতকালে অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে। এরপর বোন নিজের জন্য কিছু জিনিসপত্র দেখছিল। বোন ওর পছন্দমত কয়েকটা জিনিস কিনে নিয়েছিল। দুপুরবেলায় বাজার করতে বেরোলে রাস্তাঘাট একেবারে জমজমাট থাকে।দিনের বেলায় শীতের রোদটা গায়ে মেখে ঘুরতে বেশ ভালো লাগছিল।
অনেক ঘোরাঘুরি করার পর দুজনে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করার পর আবারও দুজনে গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বেশ কিছুদিন পর দুই বোনে সুন্দর সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। সেই সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
আজ এই পর্যন্তই। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।




Thank you 🙏