"স্বাস্থ্যকর চিকেন স্যুপের রেসিপি (Healthy Chicken Soup Recipe)"

in Incredible India2 days ago
IMG_20251221_203921.jpg
"চিকেন স্যুপ(Chicken Soup) "

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করবো। যেটি ঘরোয়া উপায়ে খুব কম সময়ে, সামান্য উপকরণ দিয়ে, আপনারা তৈরি করতে পারেন।

"চিকেন স্যুপ" এই নামটা বোধহয় প্রত্যেকেরই জানা। ছোটো হোক কিংবা বড়, শারীরিক অসুস্থতার সময় ডাক্তার সবাইকে এই স্যুপ খাওয়ানোর কথা বলে থাকেন, কারণ এটি এতোটাই স্বাস্থ্যকর যে আমাদের শরীরে রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে এই স্যুপের বিকল্প হয় না।

যেহেতু এতে তেল মসলা একেবারেই ব্যবহৃত হয় না, তাই এটি স্বাস্থ্যসম্মতও বটে। চিকেন স্যুপ খেতে আমি খুব একটা পছন্দ করতাম না, এমনকি এখনও যে কোনো রেস্টুরেন্টে গেলে আমার স্যুপ খেতে ভালো লাগে না। বাড়িতে তৈরি করা স্যুপ ব্যক্তিগতভাবে আমার পছন্দ।

1672344690977_010726.jpg

তাই এই শীতকাল আসলে বাড়িতে মোটামুটি মাঝেমধ্যে চিকেন স্যুপ করা হয়। আজ আমি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমেই জানাই আমি এটি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি, -

"প্রয়োজনীয় উপকরণ"

নংউপকরণপরিমাণছবি
১.চিকেন৪ টুকরো (হাড় বিহীন)IMG_20251227_211623.jpg
২.গাজরঅর্ধেকIMG_20251227_211342.jpg
৩.বিনস্৫-৬ টাIMG_20251221_193642.jpg
৪.রসুন৮-৯ কোয়াIMG_20251227_211458.jpg
৬.কাঁচা লঙ্কা‌২ টাIMG_20251227_211408.jpg
৭.আদাছোট্ট এক টুকরোIMG_20251227_211435.jpg
৮.গোলমরিচ গুঁড়ো২-৩চা চামচIMG_20250826_191603_123842.jpg
৯.টমেটো সস৩-৪ চা চামচIMG_20251202_204652.jpg
১০.সয়া সস১-২ চা চামচIMG_20251202_204704.jpg
১১.** গ্রীন চিলি সস**২ চা চামচIMG_20251202_204659.jpg
১২.ডিম১টাIMG_20251221_202258.jpg
১৩.কর্নফ্লাওয়ার৩ চা চামচIMG_20251202_204710.jpg
১৪.ধনেপাতা কুচিহাফ কাপIMG_20251221_202305.jpg
১৫.লবনস্বাদ অনুসারেIMG_20251124_215803.jpg
১৫.বাটার১-১½ চা চামচIMG_20251221_201345.jpg

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

উপকরণগুলো পড়ে হয়তো আপনাদের মনে হচ্ছে অনেক কিছুই দরকার। কিন্তু যদি মনোযোগ সহকারে আপনি উপকরণ গুলো পড়েন, তাহলে দেখবেন বেশিরভাগ উপকরণই আমাদের ঘরে রাখা থাকে। আমি শুধুমাত্র গাজর এবং বিন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, ফুলকপি টুকরো টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন।

IMG_20251221_193536.jpg

IMG_20251221_194740.jpg

IMG_20251221_194743.jpg

IMG_20251227_211559.jpg

IMG_20251227_211534.jpg

যাইহোক সবার প্রথমে আমি গাজর ও বিন্স গুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পাশাপাশি খোসা ছাড়িয়ে নেওয়া রসুন এবং আদার টুকরো গুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। লঙ্কা দুটোও মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20251221_194912.jpg

IMG_20251221_194939.jpg

IMG_20251221_200900.jpg

IMG_20251221_201932.jpg

তারপর গ্যাস অন করে চিকেনের পিসগুলো এবং গাজর ও বিন্স প্রেসার কুকারে দিয়ে, সামান্য লবন দিয়ে দুটো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর গ্যাস বন্ধ করে প্রেসার কুকারের ভাঁপ সরে গেলে, মাংসের টুকরো গুলোকে আলাদা করে নিয়ে গাজর এবং বিন্সগুলো আলাদা করে নিয়েছিলাম। যাতে চিকেন স্টকটা আলাদা ভাবে রাখা থাকে, কারণ আমি স্যুপে আলাদা করে জল ব্যবহার করি না, এই চিকেন স্টক দিয়েই সম্পূর্ণ রান্নাটা করি।

1672344690977_010726.jpg

IMG_20251221_201310.jpg

চিকেন গুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে, যেমনটা আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন।

1672344690977_010726.jpg

IMG_20251221_201345.jpg

IMG_20251221_201514.jpg

IMG_20251227_214345.jpg

IMG_20251221_201700.jpg

এরপর প্রেসার কুকার গ্যাসে বসিয়ে ফ্লেমটা কম করে দিয়ে, তার মধ্যে বাটার দিয়ে, আগে থেকে কুচিয়ে রাখা রসুন এবং আদা দিয়ে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার টুকরো গুলো দিতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20251221_201853.jpg

IMG_20251221_201904.jpg

IMG_20251221_201946.jpg

তারপর সেদ্ধ করে ছাড়িয়ে রাখা চিকেন ও জল ঝরিয়ে রাখা গাজর এবং বিন্স গুলো দিয়ে ভাজতে হবে। তারপর আগে থেকে যে চিকেন স্টক আলাদা করে রাখা হয়েছিলো সেগুলো দিয়ে দিতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20251221_202550.jpg

IMG_20251221_202342.jpg

IMG_20251221_202319.jpg

IMG_20251221_203544.jpg

এরপর টমেটো সস, সয়া সস, রেডচিলি সস গুলো পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর একটা ডিম বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে, সামান্য সামান্য দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। না হলে ডিমটা একটা জায়গায় গুটিয়ে যাবে।

1672344690977_010726.jpg

IMG_20251221_203928.jpg

IMG_20251221_203903.jpg

এইভাবে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে স্যুপের মধ্যে দিয়ে নাড়তে থাকতে হবে। যাতে সুপের ঘনত্বটা বাড়ে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন, এটা আলাদা কোনো স্বাদ বাড়াবে না, শুধুমাত্র স্যুপের ঘনত্ব বাড়ে।

1672344690977_010726.jpg

IMG_20251221_203921.jpg

নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন স্যুপ। যারা চিকেন না খান, তারা অবশ্যই শুধুমাত্র ভেজিটেবিল দিয়েও একই পদ্ধতি অবলম্বন করে ভেজিটেবল স্যুপ তৈরি করতে পারেন। তার স্বাদও যথেষ্ট সুন্দর এবং সেটিও যথেষ্ট স্বাস্থ্যকর।

1672344690977_010726.jpg

যাইহোক এই ভাবেই আমি শীতের সন্ধ্যেতে বাড়িতে তৈরি করেছিলাম চিকেন স্যুপ, যেটা আমি, শুভ, শ্বশুরমশাই তিনজনে খুব উপভোগ করেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা স্যুপ তৈরি করার সময় আরও অন্য কোনো উপকরণ ব্যবহার করেন কিনা, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।