Kolkata & Diwali - A perfect celebration of worshipping Lord Kali! (কালী পুজো)

in Incredible India2 months ago

1000068000.jpg

গতকাল রাতে পোস্ট লেখার শারীরিক পাশাপশি মানসিক শক্তি ছিল না!
কারণ, লেখা পড়লে অথবা ছবি এবং ভিডিও থেকে খানিক আন্দাজ করতে পারবেন!

লেখার শুরুতেই জানিয়ে রাখি কলকাতার পুজোর বিশেষত্ব হলো, দুর্গাপুজো যেমন উত্তর, দক্ষিণ সহ মধ্য কলকাতায় খুব বড় আকারে হয়, সেটির কিয়দংশ আমার পূর্বের লেখায় উল্লেখিত।

ঠিক তেমনি, উত্তর চব্বিশ পরগনা বিখ্যাত কালীপুজোর কারণে, আজকে তার খানিক উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরতে হাজির হয়েছি।

যদিও, পূর্ব পরিকল্পিত ছিল না, তবে গতকাল ঘরের কিছু সামগ্রী কিনতে বাজার পথে যাত্রা করতে হয়েছিল, এবং বাজার কর্তৃপক্ষ যে কালীপুজোর আয়োজন করেছেন, সেই প্যান্ডেলের সামনে মা কালীর দর্শন করে, ছবি তুলে মনে হলো, বেরিয়েই পরি, যতটা সম্ভব প্রতিমা দর্শন সম্ভব, করেই আসি!

1000067984.jpg1000067985.jpg
(বাজার কর্তৃপক্ষ আয়োজিত পুজো)

সময়ের কথা কি বলা যায়? কি হবে আগামী বছর কে জানে? যখন বাজার থেকে বাড়ি ফিরেছিলাম, দেখলাম সন্ধ্যা হয়ে এসেছে, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে তৈরি হয়ে বেরোবো, তাহলে ফেরবার তাড়া থাকবে না।

1000067986.jpg1000067987.jpg

সেইমত যখন বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম, তখন ঘড়ির কাঁটায় পৌনে ছয়টা বাজে, প্রথমে সবচাইতে কাছে পাড়ার মাঠে যে কালী পুজোর আয়োজন করা হয়েছে, ছবিসহ ছোট ভিডিও করে এগিয়ে গেলাম বাকি পুজো দর্শনের পথে।

1000067993.jpg

1000067992.jpg1000067989.jpg

1000067991.jpg

1000067994.jpg

দুর্গা পূজার মত হয়তো দিনের আলোতে বেরিয়ে মণ্ডপ পরিদর্শন করলে ভিড় খানিক এড়িয়ে অনেক অধিক প্রতিমা দর্শন করা যেতো, তবে কালীপুজোর মুল আকর্ষণ মণ্ডপ প্রতিমার পাশাপশি আলোকসজ্জা, কাজেই সেটি দেখতে হলে রাতের আঁধার বেছে নিতে হবে, সম্পূর্ণটাই নির্ভর করে ব্যাক্তি বিশেষে, কে কিভাবে পুজো উপভোগ করতে চায়।

আমি আসলে সবসময়, কম কিন্তু ভালো খাবার খাওয়াতে অভ্যস্ত! প্রতিটি মানুষের পছন্দ এবং জীবন শৈলী পৃথক।

হয়তো দুটি পর্বে পুজো তুলে ধরতে হবে, তবে অনেক পুজো এইবার বাকি রয়ে গেলো দেখা কারণ গতকালের ভিড় ছিল দেখার মত আর একটানা তিন ঘণ্টা হাঁটার পর আর শারীরিক শক্তি অবশিষ্ট ছিল না।

বাড়িতে পা রেখেছি তখন ঘড়ির কাঁটায় বাজে রাত দশটা বাজতে দশ মিনিট বাকি!

এবার পুজোর কথায় আসি, যেমনটি ছবির শুরুর ছবিতে দেখতে পারছেন, সন্ধানী পুজোর আলোক সজ্জার মধ্যে দিয়ে প্রথমে গিয়েছিলাম জাগৃতি সংঘের পুজো দর্শনে।

কারণ, একজন নেতার উপস্থিতির কারণে, সাময়িক সময়ের জন্য সন্ধানীর পুজো দর্শনার্থী দের জন্য বন্ধ রাখা হয়েছিল।

1000068014.jpg

1000068005.jpg

1000068001.jpg

1000068002.jpg1000068006.jpg

1000068003.jpg

লেখার শুরুতেই, জাগৃতি সংঘের পুজো প্যান্ডেলের ছবি দেখতে পারছেন, এখানে বাকিগুলো রইলো আপনাদের উদ্দেশ্যে।

পুজো দর্শন করে করে বাইরে বেরোবার রাস্তায় আয়োজন করা হয়েছিল মেলার, কাজেই ভিড় নজরে পড়েছিল সেখানেও।

বেশকিছু জিনিষ নজরে পড়েছিল, যেগুলো এক্ মুহূর্তে শৈশবে নিয়ে গিয়েছিল, পার্থক্য আজ আর পাশের মানুষগুলো নেই!

1000068013.jpg

1000068009.jpg1000068008.jpg

1000068015.jpg

সত্যি বলতে জন জোয়ার এত অধিক ছিল যে, ফোন সামলে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছি নিজেও বুঝিনি, আর সব ক্লাবের নাম উল্লেখ সম্ভবপর হলো না, কারণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

মানুষের ভীড়ে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপশি, ব্যাগ, মোবাইল সব সামলে ছবি তোলার সুযোগ পাওয়া দুষ্কর হয়ে গিয়েছিল।

আজকে এই পর্যন্ত বাকি দুটি পুজোর উল্লেখ থাকবে পরের লেখায়, কাজেই চোখ রাখবেন আগামী লেখায় সাক্ষী হতে উত্তর চব্বিশ পরগনার কালীপুজোর।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...