The wireless keyboard and mouse arrived! কীবোর্ড এবং মাউস পৌঁছলো!

in Incredible Indialast month (edited)

1000069268.jpg

অবশেষে প্রতীক্ষার অবসান! আজকে বেলা বারোটা বেজে তিরিশ মিনিট যখন এসে পৌঁছল আমার ওয়ারলেস কীবোর্ড এবং মাউস।

ইতিপূর্বে আপনাদের সাথে আমার ল্যাপটপ তথা তার সমস্ত ফিচার্স ভাগ করে নিয়েছি, এবং সেখানে উল্লেখ করেছিলাম ওয়ারলেস কীবোর্ড এবং মাউস আসা বাকি আছে।

যখন লেখাটা লিখছি তখন ঘড়ির কাঁটায় ভারতীয় সময় দুপুর তিনটে বেজে ঊনত্রিশ মিনিট!

যখন টেলিভিশনের পর্দায় কান রেখে লেখাটা লিখছি! সকলেই টেলিভিশন দেখেন আর আমি শুনি! যদি কানে কোনো শিক্ষণীয় বিষয় আসে তবেই চোখ রাখি! আসলে টেলিভিশন আমার একলা ঘরের সঙ্গী!

যাক সেসব, যে বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, ল্যাপটপের সাথে কীবোর্ড এবং মাউস কানেকশন করতে কালঘাম ছুটে গেছে, সঙ্গে ঘরের কাজ তো ছিলই!

কাজটা বিশেষ কঠিন নয়, তবে প্রথমবার যেকোনো অভিজ্ঞতা সঞ্চয় একটু সময় সাপেক্ষ হয়, আমার ক্ষেত্রেও অন্যথা হয়নি!

আজকে আর একটি অভিজ্ঞতা হলো, কিছু জিনিষ ঘরে মজুত রাখা উচিত, ভাগ্যিস ব্যাটারি ঘরে রাখা ছিল!

কীবোর্ড এর জন্য প্রয়োজন ছিল ট্রিপল এ ব্যাটারি যেগুলো সাধারণত টেলিভিশন এর রিমোটের ক্ষেত্রে ব্যবহৃত হয়!
আবার মাউসের জন্য প্রয়োজন ছিল ডাবল এ ব্যাটারি, যেটি দেওয়াল ঘড়িতে ব্যবহার করা হয়!

1000069270.jpg1000069267.jpg

যেহেতু ব্যাটারি সঙ্গে দেয় নি, কাজেই ঘরে না থাকলে কীবোর্ড এবং মাউস কাজ করছে কিনা বোঝার অসুবিধা হতো!

অন্যদিকে এই প্রথম একলা হাতে ম্যানুয়াল পড়ে কাজটি সমাধা করতে বাড়তি সময় লেগে গিয়েছিল!

তবে, এই সময়ের বিনিময়ে আজকে একটি নতুন বিষয় শেখার সুযোগ পেলাম।
অফিসে ডেস্কটপ ছিল, এর আগের ল্যাপটপের সাথে কীবোর্ড কিংবা মাউস ছিল না কাজেই বিষয়টি শেখার কোনো সুযোগ হয়নি!

জীবনের সবকিছুতেই কখনও না কখনও আমরা প্রথম কিছু শিখে থাকি, তাই হয়তো কথায় বলে শেখার কোনো সময় কিংবা বয়স হয়না!

বেশ অন্যরকম অনুভূতি অনুভব করলাম, শুরুতে সত্যি বলতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমি ল্যাপটপের কীবোর্ড ব্যবহারেই অভ্যস্থ, সাধারণত অফিসে ডেস্কটপ ব্যবহারের সময় কীবোর্ড ব্যবহার করতাম, তাও সেই লকডাউনের আগে, যখন অফিস যেতাম।

এরপর, ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়েছিল, বাড়িতে থাকা ডেস্কটপ একটি আছে, তবে বর্তমানে সেটি অকেজো!

তবে, সময়ের হাত ধরে যেমন অনেককিছু শিখে নেওয়া যায়, তেমনি অনেক অভ্যেস বদলেও যায়!

1000069262.jpg

1000069261.jpg1000069263.jpg
1000069266.jpg1000069265.jpg

সবকিছুর সুবিধা অসুবিধা নির্ভর করে অভ্যেসের উপরে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুরোনো অভ্যেস ছেড়ে বেরোতে পারি না, কারণ সেটাতেই আমরা স্বচ্ছন্দ্য বোধ করি!

কিছু ক্ষেত্রে সবরকম অভ্যেসের সাথে নিজেদের মানিয়ে নেওয়া উচিত, আবার একটু অন্যভাবে বলতে চাইলে বিষয়টি দাঁড়ায়, সব শিক্ষায় নিজেকে শিক্ষিত করার সদিচ্ছা থাকা উচিত।

1000069260.jpg

1000069257.jpg1000069258.jpg

1000069259.jpg

পরিস্থিতি অনুযায়ী এই ক্ষেত্রে বিপদ এড়ানো যায়, যেমন একটু অসুবিধা হলেও আমি ঠিক করেছি উভয় ভাবেই ল্যাপটপে কাজ করবো এখন থেকে;
কখনও ওয়ারলেস কীবোর্ড এবং মাউস দিয়ে আবার কখনও পূর্বের মতো করে।

এতে জড়তা কাটিয়ে উঠা যাবে সময়ের সাথে সাথে, এবং উভয়ক্ষেত্রেই দক্ষতা থাকলে একটি বিষয়ে অভ্যেসের দাসত্ব মেনে চলতে হয় না!

লেখাটা এখন লিখে রাখলেও এখন থেকে চেষ্টা করবো রাত বারোটার পর লেখা পোস্ট করতে, নইলে খামোখা একটা পোস্ট গ্যাপ পড়ে যায়, আন্তর্জাতিক সময়ের কারণে!

আপনাদের মাঝে আজকে সমস্ত ছবি তুলে ধরলাম, সাথে নিজের একটি নতুন শিক্ষা, সেটি হলো, "শেখার সদিচ্ছা থাকলে কিছু প্রতিকূলতাকে মানিয়ে নিতে হবে!"

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

@sduttaskitchen, congratulations on your new wireless keyboard and mouse! I loved reading about your experience connecting them to your laptop. It's so relatable how even seemingly simple tech tasks can present a fun little challenge, especially the first time around. Your point about always being open to learning, regardless of age, really resonated with me.

The photos beautifully capture the unboxing and setup process. I also appreciate you sharing your thoughts on adapting to new habits and avoiding being a slave to old ones. It's a great reminder to embrace change and continuously expand our skills.

Have you noticed any significant improvement in your workflow since switching to the wireless setup? I'm curious to know if it has boosted your productivity! Thanks for sharing your experience with us!