বিজয় দিবস উপলক্ষে কবিতা - স্বাধীন একটি দেশ পেয়েছি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভাল আছেন আজ ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে নিজেদের স্বাধীনতা লাভ করে প্রতিবছরের মত এ বছরও দিবসটি যথাযথ মর্যাদার সাথে সারা বাংলাদেশে পালিত হচ্ছে দিবস টি উপলক্ষে আমি একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করব।



national-martys-4087688_1280.jpg

Image by David Bawm from Pixabay

স্বাধীন একটি দেশ পেয়েছি


নয় মাস যুদ্ধ করেছি,
৩০ লক্ষ মানুষ হারিয়েছি,
স্বাধীন একটি দেশ পেয়েছি,
নিজের মাতৃভাষা পেয়েছি।

রাজপথ রঞ্জিত হয়েছে,
হাজার মানুষ গুম হয়েছে,
লাখো মানুষ শহীদ হয়েছে,
পদ্মা-মেঘনায় রক্ত বয়েছে।

নতুন এক সূর্য উঠেছে,
দেশ মোদের মুক্ত হয়েছে,
দখলকারি পালিয়ে গেছে,
দেশদ্রোহীরা হারিয়ে গেছে।

দেশটি এখন মুক্ত,
কেউ রবে না অভুক্ত,
শপথ মোদের শক্ত,
দিয়েছি যে রক্ত।

সবুজ শ্যামল বাংলাদেশ,
পেয়েছি মোদের সোনার দেশ,
স্বপ্নের কোন নেইকো শেষ,
দেশ পেয়েছি, এইতো বেশ।


আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, যারা দেশের জন্য জীবন দিয়েছিল। তাদেরকে, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তাদেরকে, যারা নিজেরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা সারা জীবন আমাদের মধ্যে জেগে থাকুক।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83R34kXBLphQ7cfrMVMDQE...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png


gif.gif

PUSS_gif.gif

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Sort:  
 last year 


Screenshot_20241216-011423.png

Tweet from own a/c


Screenshot_20241216-011606.png

CoinMarketCap Post


Screenshot_20241216-011822.png

Screenshot_20241216-011658.png

DSC Vote Screenshot


Screenshot_20241216-011859.png

Super Walk

 last year 

প্রথমেই জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই দিনটি আমাদের জন্য অনেক গৌরবের একটি দিন।বিজয় দিবস উপলক্ষে আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন।কবিতাটি পড়ে মনে অনেক শান্তি পেলাম।

 last year 

ধন্যবাদ ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। আসলে এই বিজয় অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পেয়েছি। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year (edited)

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ রিয়াদ ভাই।

 last year 

বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। কবিতাটি খুবই মনোগ্রাহী । ভালো লাগল পড়ে। আপনাদের দেশ উন্নতির শিখরে পৌঁছে যাক। এই কামনা করি।

 last year (edited)

ধন্যবাদ দিদি। আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।