গুবরে পোকা
আমরা সবাই গুবরে পোকা চিনে থাকি। আমাদের আশেপাশে অনেক জায়গায় গুবরে পোকা দেখা যায়। গুবরে পোকা সাধারণত গবরের মধ্যে থাকে বলে একে গুবরে পোকা বলা হয়। গোবরে পোকা তাদের শরীরের থেকে দ্বিগুন ওজনের জিনিস বহন করতে পারে। গুবরে পোকা তাদের পিছনে পায়ের উপর নির্ভর করে চলাফেরা করে। গুবরে পোকা হারানোর মতো কালো বর্ণের হয়ে থাকে। এদের শরীরের উপরই ভাগে শক্ত খোলস থাকে। এদের উড়ার জন্য খোলসের নিচে মসৃণ পাখা থাকে। গুবরে পোকার ছয়টি পা থাকে। গুবরে পোকা সাধারণত কবরের মধ্যে বসবাস করে। টিভিতে গুবরে পোকার ভিডিও দেখা যায়। ডিসকভারি চ্যানেলের মাঝে মাঝে গোঁপড়ে পোকা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখানো হয়। গুবরে পোকা বানিয়ে পরিশ্রমী একটি পোকা। এরা সারাদিন পরিশ্রম করে থাকে। গুবরে পোকা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য তাদের খোলস ব্যবহার করে থাকে।