আল্লাহর পথে একটু সময় দিন

in #islam6 years ago

আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি কথা বলবো আজকে কথা বলবো নামাজের পর কিছু আমল নিয়ে | তো চলুন একটু আলোচনা করা যাক ....

আমাদের বেশিরভাগ মানুষ নামাজ পড়ার সময় এতো দ্রুত পড়েন তা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ নামাজ এ আসলেই কেন এতো সময় কম থাকে আমি বুঝি না। তবে হা সময় একদিন হবে সেইদিন হলো মরার পর, তবে সেই সময় আর কারো কাজে আসবে না।

আমাদের প্রায় বেশির ভাগ মসজিদ এ ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে সাথে সাথেই দোয়া করে দেয়া হয় । অথচ এমন কোনো কাজ আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (স) কখনো করেন নাই । তাহলে কেন আমরা এগুলা করি ? আমাদের তো উচিত আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (স) যা করেছেন আমাদের তাই করা। আমাদের দেশের শুধু আসর এবং ফজর এর নামাজ এর পর একটু সময় নেয়া হয় কিন্তু বাকি ৩ ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই ছোট্ট একটা দোয়া করে মসজিদ থেকে সবাই বের হয় যায়।

আমি এতো কিছু লিখে বোঝাতে পারবো না যত টুকু এই ভিডিও তে ক্লিয়ার করা হয়েছে। তাই আমি আশা করবো আপনি নিচের এই ভিডিও টা দেখে আপনার সব কিছু ক্লিয়ার করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে. আল্লাহ হাফেজ।

You can Watch this topic related video


Source

ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আসুন ভালো কিছু করি এবং অন্যকেও উৎসাহিত করি. ধন্যবাদ সবাইকে।

Screenshot_34.png

ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.