ইতালির কোয়ালিফাই বাঁধা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ফুটবল বিশ্বে অন্যতম এক পরাশক্তি ইতালি। ফুটবলের অন্যতম এক নাম। যারা কীনা চারবার হয়েছে বিশ্বসেরা। এখন পযর্ন্ত ইতালি চার বার ফিফা বিশ্বকাপ জিতেছে ১৯৩৪,১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬। ইতালি দলটা সবসময় তাদের ডিফেন্স এর জন্য বিখ্যাত ছিল। পাওলো মালদিনি, ফ্যাবিও কানাভারো, নেস্তা এদের মতো ডিফেন্ডার যেমন তাদের ছিল। পাশাপাশি পিরলোর মতো মিডফিল্ডার বুফনের মতো সর্বকালের সেরা গোলকিপার। এবং স্টাইকারদের নামের মধ্যেওও রবার্তো বাজিও, ফ্রান্সিসকো টটি এদের নাম চলে আসে। এরা শুধু তাদের সময়ের সেরা ছিল না। এরা ছিল ফুটবল ইতিহাসের সেরা খেলোয়ার। এদের মাধ্যমে ইতালি জিতেছে চারটা বিশ্বকাপ। নিজেদের করেছে বিশ্বসেরা। কিন্তু সেই ইতালিকে যেন এখন আর খুজে পাওয়া যায় না।
ফুটবলের সবচাইতে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ। ইতালির মতো দল যদি সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেটা খুবই দুঃখজনক বিষয়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ইতালি অংশগ্রহণ করতে পারেনি। কারণ তারা বিশ্বকাপ বাছাইয়ে একেবারে যাচ্ছেতাই পারফরম্যান্স করে। এরপর তাদের সামনে সুযোগ আসে প্লে অফ খেলার। কিন্তু সেই প্লে অফ খেলেও তারা কোয়ালিফাই করতে পারেনি। ফলাফল ইতালি ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ। করোনার পরে ২০২১ সাল। ইউরোতে ইতালি ফিরলো। ফ্রান্স, স্পেন, জার্মানি এবং ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ইউরো জিতে নিলো ইতালি। কিন্তু তারা আবার বাঁধা পড়লো বিশ্বকাপ কোয়ালিফাইতে গিয়ে। বরাবরের মতো বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ব্যর্থ। একের পর এক হার।
বিশ্বকাপ কোয়ালিফাই থেকে ব্যর্থ হওয়ার পরে ইতালির সামনে সুযোগ ছিল প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার। প্রতিপক্ষ টাও ছিল সহজ নর্থ মেসিডোনিয়া। কিন্তু ইতালি আবারও ব্যর্থ। প্লে অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে দ্বিতীয়া বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না। তারপর আরও কয়েক বছর কেটে গিয়েছে। ২০২৬ বিশ্বকাপ আগামী বছর। ইউরোপের দলগুলার বাছাই চলছে। গতরাতে ইতালির ম্যাচ ছিল নরওয়ের সাথে। আর্লিং হ্যালান্ড, ওডিগার্ড এর নরওয়ে। বিশ্বকাপে যেতে হলে নরওয়ের বিপক্ষে ইতালিকে জিততে হবে ৯ গোলের ব্যবধানে। কিন্তু সেটা সম্ভব না। উল্টা তারা ম্যাচটাও হেরে গিয়েছে ১-৪ গোলের ব্যবধানে। ফলাফল এবার কোয়ালিফাই থেকে ইতালি সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ। এখন তাদের সামনে টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেটা নিয়ে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে আলোড়ন।
সেই পরাশক্তি ইতালির এই বেহাল অবস্থা কেন? তাহলে এবারও ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করছে না। এবারও কী তাহলে ইতালিকে ছাড়াই বিশ্বকাপ হবে? বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে ইতালি কে প্লে অফ খেলতে হবে। যদিও প্লে অফের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তবে টানা দুইবার তারা বাদ পড়েছে প্লে অফ থেকে। এবার তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমি ব্যক্তিগত ভাবে চাই ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করুক। এমন একটা পরাশক্তি তাদের ছাড়া বিশ্বকাপের আসর অসম্পূর্ণ। ইতালির সেই সোনালী সময় হয়তো ফিরে আসবে না। তবে ফুটবল যাদের ডিএনএ তে তারা বিশ্বকাপের মঞ্চে যেকোন কিছু করতে পারে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/Emon423/status/1990329773755908594?t=pOFXAhcWvqS47Vs_ha6l0Q&s=19
https://x.com/Emon423/status/1990330115134505116?t=_YL99utzrir3A0p-RILl9w&s=19