জাহান্নাম হতে বাঁচতে ও জান্নাত পেতে এই আমল করুনঃ

in #jahannam3 years ago (edited)

7df5031243afe7580d040f88c88a6ce2.jpg

প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত লাভ করা। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? হ্যা চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদাত করার জন্য। যারা সঠিক উপায়ে তার হুকুম-আহকাম পালন করবে তাঁদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আজাব থেকে মুক্তির জন্য রহমত বর্ষণ করবেন।

মহান আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতে নেওয়ার জন্য পথ বলে দিয়েছেন। সহীহ হাদিস দ্বারা এমন কিছু আমল পাওয়া গেছে যা বাস্তব জীবনে মেনে চললে অবশ্য ই জাহান্নাম হতে মুক্তি পাবো ইনশাআল্লাহ।।
এ ব্যাপারে হাদিসে এসেছে-

উচ্চারণ : আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।

অর্থ : হে আল্লাহ! আমাদিগকে জাহান্নামের (ভয়াবহ) আজাব থেকে মুক্তি দান করুন।

(-সুনানে আবু দাউদ: ২/৭৪১) হতে হাদিসে এসেছে-
হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই একটি ছোট্ট আমল ও দোয়ার কথা বলেছেন। যে দোয়ার নিয়মিত আমলে জাহান্নামের আগুন থেকে মুক্তি মিলবে।

0888a7b4ed7a90d71a43dc9dc98dea96.jpg

যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ শেষে ‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’ সাতবার পাঠ করবে সে যদি ওই রাতে বা দিনে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাত পাবে। সুবহানাল্লাহ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বে সাত বার এ দোয়াটি পড়া। যদি কেউ ফজরের পর পড়ে এবং ঐ দিনের মধ্যে মারা যায়, ঐ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আর কেউ যদি মাগরিবের নামাজের পর এ দোয়াটি পড়ে এবং ঐ রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। (মিশকাত, আবু দাউদ)

★দ্বিতীয় দোআ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ’উযু বিকা মিনান্নার। অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।

ফজিলত: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রা
র্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দুয়া করে, হে আল্লাহ তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও”। (তিরমিযিঃ ২৫৭২, ইবনে মাজাহ ৪৩৪০)

275164648_1356108974802202_4826342452129197209_n.jpg

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি ৭ বার পড়া। আল্লাহ তাআলা হাদিসের মাসনুন দোয়াটির মাধ্যমে তাঁর হুকুম-আহকাম পালনের পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন। আমিন।