"বেথলেহেমে যীশুর জন্মের আরো কিছু দৃশ্যের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করতে।

বেথলেহেমে যীশুর জন্মের আরো কিছু দৃশ্যের ফটোগ্রাফি :

IMG_20250105_061705.jpg

ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়।এই দিনে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল একটি মেষ পালক বা গোয়ালঘরে।যেখানে সে মাতা মরিয়ম ও পিতা জোসেফের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন।

IMG_20250105_061717.jpg

যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, যা জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।অনেকেই মনে করেন জেরুজালেম কিন্তু তা নয়।যীশু খ্রীষ্টের জন্মের খবর পেয়ে হেরোদ তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের পাঠিয়ে দেন।

IMG_20250105_061730.jpg

ঈশ্বরের দূতেরাও এখানে যীশুকে দেখতে আসেন।তো এই দিনে আমি গিয়েছিলাম বর্ধমান শহরের চার্চগুলি দেখতে।আর দুটি ঐতিহ্যবাহী চার্চ দেখিও বটে।যীশুর জন্মে পবিত্র ভূমির তারাগুলোও যেন খসে পড়েছিল মাটিতে।যেহেতু যীশুর জন্ম গোয়ালঘরে হয়েছিল তাই সেখানে অনেক প্রাণীর দৃশ্যও দেখা যায়।

IMG_20250105_061744.jpg

এখানে সুন্দর কিছু মূর্তি তৈরি করা রয়েছে।যেমন উট, ছাগল,গরু,ভেড়া,ঘোড়া ইত্যাদি।এই দৃশ্যগুলি রাতের আলোকসজ্জাতে দারুণ ফুটে ওঠে।উটের পিঠে সুন্দর একটি সিংহাসনের দৃশ্যও দেখা যায়।

IMG_20250105_061803.jpg

IMG_20250105_061754.jpg

ঈশ্বরের দূত হিসেবে পরী নেমে আসে পৃথিবীতে।যীশুকে অনেকেই মেরে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়।যিশুর জীবনের প্রত্যেকটি মুহূর্ত খুবই কঠিনভাবে পার করতে হয়েছে।যীশুর জীবনে বারবার প্রতারণার ঘটনা ঘটতে দেখা যায় তা তার বই পড়লে বেশ বোঝা যায়।

IMG_20250105_061555.jpg

IMG_20250105_061607.jpg

এই স্থানে অনেকেই ছবি তুলেছিলো নিজেদের।যদিও আমার তোলা হয়নি,কারণ আমি তাড়াতাড়ি করেই চার্চের ভিতরে জুতা খুলে প্রবেশ করেছিলাম।বিকেলের দিকে ভিড় হচ্ছিলো মানুষের, তাছাড়া এই চার্চের ভিতরে মাঠে মেলা বসেছিলো।বেশ কিছু দোকান বসেছিলো সেখানে।

IMG_20250105_061649.jpg

যীশু এক আলোক বিন্দু হয়ে এসেছিলো অলৌকিকভাবে।যে মূলত ঈশ্বরের সন্তান, অনেক দুঃখ-কষ্ট সহ্য করেও কিভাবে সামনে এগিয়ে পথ চলতে হয় তা তার জীবনী পড়লে বেশ বোঝা যায় স্পষ্টভাবে।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250106_065900437.jpg

IMG_20250106_065927.jpg

 last year 

এমন কিছু জিনিস রয়েছে যেগুলো মানুষকে বোঝানোর জন্য বা ইতিহাস জানানোর জন্য সুন্দর কিছু উপস্থাপনা তৈরি করে জানার সুযোগ করে দেওয়া হয়। ঠিক তেমনি বড়দিনের জন্য অনেক স্থানে অনেক কিছুর ব্যবস্থা করে থাকে। এই থেকে যিশুর জন্ম নিয়ে অনেক কিছু জানা যায়। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন। পাশাপাশি অনেক তথ্য শেয়ার করেছেন। খুব ভালো লাগলো এত কিছু জানতে পেরে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।