সন্ধ্যা থেকে চৈত্রী এসে দাঁড়িয়ে আছে কবিতার চোখে

in #kobitalast year

সন্ধ্যা থেকে চৈত্রী এসে দাঁড়িয়ে আছে কবিতার চোখে
উজ্জ্বলভাবে উজ্জ্বল, যেন সে তার লুকানো গোপনীয়তা প্রকাশ করবে
এক অন্যরকম জাদু- এতদিন পর দেখার কি আছে?
সব নগ্নতা দেখে কবির মন পুড়ে যায়
কৌতূহলী প্রত্যাশায় চারপাশে তাকাচ্ছি - কিছুই দেখার নেই ----
প্রতি সন্ধ্যায় রঙিন মুখের মানুষের সারি
গোলাপ অপেক্ষা করছে, কারণ তাদের আর নেই -----
চৈত্রীকে দেখে কবিতার চোখ পাহারা দেওয়ার উপায় নেই
প্রকৃত গাছ-লতা-পশু-পাখি-ক্লান্ত-শ্রান্ত মানুষ
পরাবাস্তব...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67734.06
ETH 3803.47
USDT 1.00
SBD 3.47