"কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ9 days ago

নমস্কার

স্বাগতম বন্ধুরা, আমার আজকের ব্লগে।আমি @green015 ইন্ডিয়া থেকে।আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন,আমিও প্রতিদিনের মতোই ভালো আছি।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো---- "কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি"।

কলকা ডিজাইনের ফটোগ্রাফি:

GridArt_20260103_064407943.jpg

কলকা ডিজাইন,যেগুলো আমি সংগ্রহ করেছি বাংলা ডিপার্টমেন্ট থেকে।বন্ধুরা, যেহেতু আমি এখন বর্ধমান ইউনিভার্সিটিতে এম,এ থার্ড সেমিস্টারে পড়াশুনা করছি সেহেতু আমাদের একটি মাইনর সাবজেক্ট নিতে হয়েছে।যদিও এই বিষয়টি ইউনিভার্সিটির কর্তৃপক্ষরাই নির্বাচন করে দিয়েছেন।আমাদের অবশ্য 20 টি সাবজেক্ট নির্বাচন করতে হয়েছিল, বাকিটা ওদের মন মতো একটি সাবজেক্ট আমাদেরকে দেবে।তো আমি বাংলা সাবজেক্ট পেয়েছি আর মেইন সাবজেক্ট ইতিহাস তো রয়েছেই।


এই প্রথমবারের মতো তাই আমার বাংলা ডিপার্টমেন্ট এ গিয়ে মাইনর সাবজেক্ট এর ক্লাস করা।আসলে বাংলা ডিপার্টমেন্ট এর এই রুমে ঢুকে আমি সত্যিই খুব মুগ্ধ।নীরব পরিবেশ আর প্রত্যেক দেওয়ালে দেওয়ালে সৃজনশীলতার নিপুনতা ফুটে উঠেছে।বিশেষ করে কাগজের প্লেটের উপর কলকা ডিজাইনগুলি আর পেন্সিল আর্টগুলি।ধীরে ধীরে সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে।বেশ পরিপাটি ও গোছানো সবকিছু।আসলেই বাঙালিয়ানার এক ছোয়া বা অনুভূতি কাজ করছিলো রুমে প্রবেশ করে।তাই ফটোগ্রাফিগুলি করে ফেললাম।যদিও কাগজের প্লেটের উপর কলকা ডিজাইনগুলি দেওয়ালের অনেকটা উপরে পেরেকের মাধ্যমে টাঙানো রয়েছে তবুও আমি নিচ থেকে ক্যামেরাবন্দি করার যথাসাধ্য চেষ্টা করেছি।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনগুলি----

IMG_20260103_064007.jpg

IMG_20260103_064111.jpg

IMG_20260103_064143.jpg

প্রত্যেকটি আর্ট মনে হচ্ছিলো হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে।একেবারেই ভিন্ন ভিন্ন মনের কথাগুলো যেন ফুটে উঠেছে এই পেইন্টিংএর মাধ্যমে।রং-তুলিতে খুবই নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে প্রত্যেকটি আর্ট।আর্টগুলি সবই কাগজের বস্তুর উপর করা ছিল।

IMG_20260103_064033.jpg

IMG_20260103_064203.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।