"কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি"
নমস্কার
স্বাগতম বন্ধুরা, আমার আজকের ব্লগে।আমি @green015 ইন্ডিয়া থেকে।আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন,আমিও প্রতিদিনের মতোই ভালো আছি।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো---- "কাগজের প্লেটের উপর বেশ কিছু কলকা ডিজাইনের ফটোগ্রাফি"।
কলকা ডিজাইনের ফটোগ্রাফি:
এই প্রথমবারের মতো তাই আমার বাংলা ডিপার্টমেন্ট এ গিয়ে মাইনর সাবজেক্ট এর ক্লাস করা।আসলে বাংলা ডিপার্টমেন্ট এর এই রুমে ঢুকে আমি সত্যিই খুব মুগ্ধ।নীরব পরিবেশ আর প্রত্যেক দেওয়ালে দেওয়ালে সৃজনশীলতার নিপুনতা ফুটে উঠেছে।বিশেষ করে কাগজের প্লেটের উপর কলকা ডিজাইনগুলি আর পেন্সিল আর্টগুলি।ধীরে ধীরে সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে।বেশ পরিপাটি ও গোছানো সবকিছু।আসলেই বাঙালিয়ানার এক ছোয়া বা অনুভূতি কাজ করছিলো রুমে প্রবেশ করে।তাই ফটোগ্রাফিগুলি করে ফেললাম।যদিও কাগজের প্লেটের উপর কলকা ডিজাইনগুলি দেওয়ালের অনেকটা উপরে পেরেকের মাধ্যমে টাঙানো রয়েছে তবুও আমি নিচ থেকে ক্যামেরাবন্দি করার যথাসাধ্য চেষ্টা করেছি।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনগুলি----
প্রত্যেকটি আর্ট মনে হচ্ছিলো হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে।একেবারেই ভিন্ন ভিন্ন মনের কথাগুলো যেন ফুটে উঠেছে এই পেইন্টিংএর মাধ্যমে।রং-তুলিতে খুবই নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে প্রত্যেকটি আর্ট।আর্টগুলি সবই কাগজের বস্তুর উপর করা ছিল।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান,গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|








