রিয়ালের পূর্ণ তিন পয়েন্ট!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইদানিং ফুটবলে একটা নিউজ সরগরম হয়েছে। শাবিকে স্যাগ করা হবে দ্রুতই। শাবির ট্যাকটিসে ক্রমাগত পয়েন্ট ড্রপ করছে রিয়াল মাদ্রিদ। তবে আমার মনে হয় না এখন এই সিজেনের মাঝে এসে রিয়াল মাদ্রিদ শাবিকে স্যাগ করবে। অন্তত এই সিজেনটা তো দেখবেই। এরই মধ্যে গতকাল মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আরেক স্প্যানিস ক্লাব অ্যাতলেটিকো বিলাবাও। ম্যাচটা ছিল বিলাবাও এর মাঠে। এইজন্যই কিছুটা ব্যাকফুটে ছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ মাঠে নামে ৪-২-৩-১ ফর্মেশনে। যেখানে আক্রমণের ফ্রন্ট লাইনে ছিলেন কিলিয়ান এমবাপ্পে নিজে। অন্যদিকে প্রতিপক্ষ অ্যাতলেটিকো বিলাবাও এর ফর্মেশন ছিল ৪-১-২-৩। বিলাবাও এর দারুণ কিছু খেলোয়ার রয়েছে। বিশেষ করে তাদের নিকো উইলিয়ামস এর কথা বলতেই হয়।
খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত বারোটার সময়। খেলার শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। বল দখল আক্রমণে যাওয়া সবদিকেই এগিয়ে ছিল মাদ্রিদ। তবে এরই মধ্যে বেশ কিছু সুযোগ তৈরি করে প্রতিপক্ষ বিলাবাও। কিন্তু যার কেউ নাই তার কর্তোয়া আছে। কর্তোয়ার অনবদ্য সেভ। কর্তোয়া যেন রিয়ালের গোলের সামনে অতন্দ্র প্রহরী। ম্যাচের ৭ মিনিটের সময় এমবাপ্পে কে লক্ষ্য করে একটা লং বল দেয় আলেকজান্ডার আর্নল্ড। সেই বলটা নিয়ে একাই তিনজনকে ড্রিবল করে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ এক শর্ট নেয় এমবাপ্পে। এবং গোল করে। এককথায় অনবদ্য একটা গোল। এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোল টা ছিল যেন একেবারে চোখের শান্তি। বিগত ম্যাচে সে গোল পাইনি। এইজন্যই একেবারে গোলের জন্য মুখিয়ে ছিল।
আবার খেলা শুরু হয়। যথারীতি রিয়াল মাদ্রিদ তাদের আক্রমণ চালিয়ে যেতে থাকে। মিলিটাও এর লং বলে দারুণ ভাবে ফাঁকা পেয়ে যায় ভিনিসিয়াস। কিন্তু ভিনিসিয়াস শর্ট নিলে প্রতিপক্ষ গোলরক্ষক উনাই সিমনন্স সেটা সেভ দিয়ে দেয়। ম্যাচের ৪২ মিনিটের সময় এমবাপ্পে একটা হেড দিয়ে বলটা পাঠিয়ে দেয় কামাভিঙ্গার কাছে। এবং কামাভিঙ্গা দারুণ একটা গোল করে। ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। খেলা শেষ হয় প্রথমার্ধের। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে যথারীতি আগের মতোই খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। বেশ কিছু সুযোগ তৈরি করে কিন্তু গোল সেভাবে করতে পারছিল না। ম্যাচের তখন ৫৯ মিনিট চলছে। ডিবক্সের বেশ কিছুটা বাইরে থেকে এক চমৎকার শর্ট নেয় কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষ গোলরক্ষক শুধু তাকিয়ে দেখেছে। সেটা সেভ দিতে পারেনি। ফলাফল ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচে এমবাপ্পের দ্বিতীয় গোল। এই ম্যাচে এমবাপ্পের কনফিডেন্স লেভেল ছিল একেবারেই আলাদা। ম্যাচের ৭৫ মিনিটের দিকে এমবাপ্পে, ভিনিসিয়াস দের তুলে নেওয়া হয়। মাঠে নামে রদ্রিগো ব্রাহিম দিয়াজ রা। যদিও তারা খুব একটা সুবিধা করতে পারেনি। ম্যাচটা শেষ হয় ০-৩ গোলেই। বেশ দারুণ একটা জয় এবং পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচে প্রায় ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে ১৩ টা শর্ট নেয় যার মধ্যে ৮ টা ছিল অন টার্গেট শর্ট। লীগ টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয় পয়েন্ট ৩৬। অন্যদিকে টেবিল টপার বার্সেলোনার পয়েন্ট ৩৭। যদিও এটা রিয়াল মাদ্রিদের দোষেই হয়েছে। রিয়াল মাদ্রিদ বেশ কতগুলো পয়েন্ট লীডে ছিল। কিন্তু সাময়িক যাচ্ছেতাই পারফরমেন্সে এখন এই অবস্থা ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।














.png)



Daily task
https://x.com/Emon423/status/1996490535335575748?t=C3BP8ArGgHpkNLbHvcFUsg&s=19
https://x.com/Emon423/status/1996490747462459577?t=od6jSC7HPKriFK96Xe2DaQ&s=19