পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল রিয়াল মাদ্রিদের খেলা ছিল। আন্তর্জাতিক বিরতির আগে এটাই ছিল শেষ ম্যাচ। গত ম্যাচে লিভারপুলের কাছে হেরে খুব একটা ভালো অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ সে কথা বলাই যায়। গতকাল লা লীগার ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ছিল রায়ো ভায়াকানো। এবং খেলাটা রায়ো ভায়াকানোর মাঠে হওয়াই তারা কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে বলা যায়। শাবি আলানচো তার দলকে মাঠে নামায় ৪-২-৩-১ ফর্মেশনে। শুরুর একাদশে ছিল ব্রাহিম দিয়াজ এবং ডিফেন্ডার রাহুল অ্যাসেনসিও। যথারীতি রাইট ব্যাক পজিশনে খেলেছে ভালভার্দে। আর্নল্ড ফিট থাকলেও তাকে শুরুর একাদশে রাখেনি শাবি। অন্যদিকে প্রতিপক্ষ রায়োর ফর্মেশনও ছিল ৪-২-৩-১। ম্যাচটা মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।
খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত নয় টায়। বতর্মানে রিয়াল মাদ্রিদের সবচাইতে বড় সমস্যা একজন স্টাইকার। একজন প্রফেশনাল গোল পোচার স্টাইকার যেটা রিয়াল মাদ্রিদের নেই। এমবাপ্পে ঐ পজিশনে খেললেও তার ন্যাচারাল পজিশন হলো লেফট উইং। ইদানিং ম্যাচে দেখা যায় অনেক সময় ভিনিসিয়াস এবং এমবাপ্পে দুজন ই লেফট উইং এ। ফলাফল ডিবক্সের মধ্যে কোন খেলোয়ার থাকে না। এক্ষেত্রে গোল করার সম্ভাবনা অনেক কমে যায়। গতকাল রিয়াল মাদ্রিদ মোটেও ভালো খেলেনি। পুরো ম্যাচে কোন গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে পুরো ম্যাচে শর্ট নিয়েছে মাএ একটা। কিন্তু সেটাও অন টার্গেট শর্ট ছিল না। পাশাপাশি ভিনিসিয়াস থ্রু পাস কয়েকটা দিয়েছে। বেশ কিছু বল নিয়ে দারুণভাবে আক্রমণে গিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।।
ফাইনালে থার্ডে গিয়ে বরাবরই বলগুলো লুস করে বা হারিয়ে ফেলেছে ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের তুলনায় প্রতিপক্ষ রায়ো ভায়াকানো বেশ ভালো খেলেছে বলা যায়। ম্যাচে বল পজিশন কম থাকলেও তারা গোলের সম্ভাবনা বেশি তৈরি করেছিল। যদিও ম্যাচে কোন গোল করতে পারেনি। পুরো ম্যাচে প্রায় ১৩ টা শর্ট নেয় তারা যার মধ্যে দুইটা ছিল অন টার্গেট। প্রথমার্ধের পরে সাব করেও কোন লাভ হয়নি। মাঠে নামে রদ্রিগো, আর্নল্ডরা। ফলাফল শেষ পযর্ন্ত শুধু আক্রমণ চালিয়ে গিয়েছে। শেষ দিকে রিয়াল মাদ্রিদ বেশ চাপ প্রয়োগ করলেও গোলের দেখা পাইনি। তবে এই ম্যাচে একটা দেখার বিষয় ছিল প্রতিপক্ষ ডিবক্সে বার বার রিয়াল মাদ্রিদ খেলোয়াদের কে ফাউল করা হচ্ছিল। মাদ্রিদ খেলোয়ার রা পেনাল্টি দাবি করলেও রেফারি সেদিকে কর্ণপাত করেনি।
ম্যাচ শেষ হয়। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের দরকার ছিল পুরো ৩ পয়েন্ট। সত্যি বলতে এই ম্যাচে রিয়াল খুব একটা ভালো খেলেনি। উল্টা প্রতিপক্ষ তাদের উপর চাপ প্রয়োগ করে। যদিও এখনও টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় থাকা বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। আন্তর্জাতিক বিরতির আগে আর কোন ম্যাচ নেই। আপাতত শাবি কিছুটা সময় পাবে এই সমস্যাটার সমাধান করার জন্য। তবে এটা এতো সহজে হবে না। ব্রাজিলের ওয়ান্ডার কিড এন্ড্রিক গেম টাইম না পাওয়ার কারণে এই শীতকালীন ট্রান্সফার উইন্ড্রোতে পাড়ি জমাবে অন্য কোন ক্লাবে। তবে সেটা লোন হিসেবে চিরস্থায়ী না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।











.png)



Daily task
https://x.com/Emon423/status/1987790299478016406?t=aeDFIOIvx4jCyRbgxmf7mg&s=19
https://x.com/Emon423/status/1987790593305760050?t=gdLyzVJNffMI4XBegDny9w&s=19