মাদ্রিদের স্বস্তির জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সবমিলিয়ে ইঞ্জুরি এবং নিষেধাজ্ঞায় রিয়াল মাদ্রিদের পুরো ১১ জন খেলোয়ার ছিল স্কোয়ার্ডের বাইরে। লেফট ব্যাক এবং রাইট ব্যাকে খেলার মতো কেউ ছিল না। ফলাফল সেই ভালভার্দে কে রাইট ব্যাকে। কিন্তু লেফট ব্যাকে কে খেলবে? শাবি একাডেমি থেকে নিয়ে আসলো ১৯ বছরের তরুণ ভালদেসপিনো কে। এটাই তার প্রথম ম্যাচ। অন্যদিকে দুই সেন্টারব্যাকে ছিল রুডিগের এবং রাহুল অ্যাসেনসিও। সাম্প্রতিক পারফরমেন্সে যাদের কাউকেই বিশ্বাস করা যায় না। তবে অন্যদিকে এমবাপ্পে ফিরেছিল এটাই ছিল স্বস্তি। এমন ম্যাচে জয়টা যেন দরকার ছিল। না হলে বার্সেলোনা থেকে পুরোপুরি ৭ পয়েন্ট পিছিয়ে যেত রিয়াল মাদ্রিদ। লা লীগায় রিয়াল মাদ্রিদের ম্যাচটা ছিল দে পোর্তিভো আলভেস এর সাথে।
রিয়াল মাদ্রিদ ৪-১-৪-১ ফর্মেশনে মাঠে নামে। অন্যদিকে প্রতিপক্ষ আলাভেস এর ফর্মেশন ছিল ৪-৪-২। আলাভেস একেবারে লো ব্লক খেলার পরিকল্পনা করেই মাঠে নেমেছিল। ফলে রিয়াল মাদ্রিদের যে গোল করতে কষ্ট হবে এটা বোঝা যাচ্ছিল। খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ২ টার সময়। খেলার শুরুতে কিছুটা এলোমেলো খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। সেভাবে বিল্ড আপ করে আক্রমণে যেতে পারছিল না মোটেই। একেবারে খাপছাড়া খেলা হচ্ছিল। এরই মধ্যে এমবাপ্পে কিছু সুযোগ পেয়ে দুই একটা শর্ট নিলেও কোন লাভ হয়নি। অর্থাৎ গোল করতে পারেনি। ম্যাচের ২৪ মিনিট তখন। বেলিংহাম মাঝ মাঠ থেকে দারুণ এক থ্রু পাস দেয় এমবাপ্পে কে। এমবাপ্পে কয়েকজন খেলোয়ার কে ড্রিবল করে দারুণ একটা শর্ট করে গোল করে।
রিয়াল মাদ্রিদ প্রথম গোলের দেখা পাই। এমাবপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর কিছু সময় পরে কর্ণার কিক থেকে পাওয়া বল থেকে গোল করে বেলিংহাম। তবে সেই গোলটা বাতিল হয়ে যায় হ্যান্ডবলের কারণে। প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ যথারীতি আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু প্রতিপক্ষ ছেড়ে কথা বলছিল না। ফলাফল ম্যাচের ৬৮ মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ম্যাচে সমতা চলে আসে। ম্যাচের তখন ৭৬ মিনিট। ভিনিসিয়াস বল নিয়ে এগিয়ে যায় বিপক্ষ দলের কয়েকজন খেলোয়ার কে ড্রিবল করে চমৎকার ভাবে একটা বল বাড়িয়ে দেয়। বলটা চলে যায় রদ্রিগোর কাছে। এবং রদ্রিগোর বেশ চমৎকার ফিনিশ। ম্যাচে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
এরপর ম্যাচের বাকি সময়ে রিয়াল মাদ্রিদ আরও কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি একেবারেই। ফলাফল ১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়। এই জয়টা খুবই দরকার ছিল রিয়ালের জন্য। ইতিমধ্যে বেশ কিছু অনাকাঙ্খিত ম্যাচ রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছে। সমান সংখ্যক ম্যাচের পরে বার্সেলোনা থেকে পুরো চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে আর কোন ম্যাচ হারলে একপ্রকার লী টাইটেল রিয়াল মাদ্রিদের হাত ছাড়া হয়ে যাবে। আশাকরি একে একে খেলোয়ার গুলো ইঞ্জুরি থেকে ফিরলে রিয়াল মাদ্রিদ আবার তাদের স্বাভাবিক ফুটবল টা খেলতে পারবে। ডিফেন্সে গতম্যাচেও রুডিগের বেশ কিছু ভুল করেছে। ইদানিং এমন এরর সে প্রায়ই করছে। ফলে তার মাশুল দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।












.png)



Daily task
https://x.com/i/status/2000476595681955984
https://x.com/i/status/2000476795343360227