অলসতা

ChatGPT Image Nov 16, 2025, 03_22_16 AM.png

Image Created by OpenAI

অলসতা বিষয়টা নিয়ে একটু সাধারণভাবে কিছু আলোচনা করা যাক। অলসতা আসলে বর্তমানে সবার মধ্যে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনোকিছু করতে ইচ্ছে কোনো কাজ করতে গেলে মনে হয় একটু করে বাকিটা পরে করে নেবো। এইরকম পরে করতে করতে একসময় গিয়ে এই অলসতা আরো বেশি পেয়ে বসে। এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে আমাদের আগে গিয়ে যেসব স্বপ্ন, লক্ষ্য আছে, সবকিছুই ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। তবে এই অলসতা ব্যাপারটা তেমন কোনো জটিল বিষয় না, সাধারণ একটা মানসিক ব্যাপার। এটা যদি নিজে থেকেই চেঞ্জ করা যায়, তাহলে ঠিক হয়ে যায়।

আমাদের মধ্যে অনেকেই এমন আছে, যে কোনো কাজ করতে গেলে বা যদি হুট্ করে কোনো বড়োসড়ো কাজ করতে বলা হয়, তাহলে ঘাবড়ে যায়। আর তখনই মানসিকতা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ তখন মনে হয় পরে করবো এই কাজটা, এখন থাক। এইরকম মানসিকতা চলে আসে অনেকের মধ্যে। তবে এই কাজ করার বিষয়টা আসলে যদি করে বা দিন ভাগ করে করা হয়, তাহলে এই সমস্যাটা আর তৈরি হয় না। অলসতার ভাবটা তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়।

আবার এমন হয় যে, আমি কোনো কাজ করার ক্ষেত্রে মনে মনে ভেবে রাখলাম পরে করবো বা কিছুক্ষন বাদে করবো। কিন্তু অনেক সময় এই পরে পরে করতে করতে মনের থেকে হারিয়ে যায়। ফলে এই বিষয়গুলো যদি একটা নির্দিষ্ট সময় অনুসারে লিখে রাখা হয়, তাহলে কিন্তু চোখের সামনে পড়ে গেলে তখন কাজটা করে ফেলার মানসিকতা আপনাপানি তৈরি হয়ে যাবে। এইরকম আরো ব্যাপার আছে, ফলে ধীরে ধীরে এইসব অভ্যাসের মাধ্যমে আবারো নিজেকে পরিবর্তন করা যায়।