সামাজের নেতা নির্বাচন

in #leader6 years ago

সামাজের নেতা নির্বাচন 

আমাদের সমাজ বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য একজন নেতার প্রয়োজন হয় । নেতা নির্বাচনের জন্য নেতা হওয়ার মত গুনাবলি অবশ্যই থাকতে হবে । আমাদের সমাজ এমন অবস্থানে চলে আসছে এই অবস্তাই  মনে হয় সবাই নেতা । সবাই নিজের ক্ষমতা দেখাতে যাই । যত দিন  যাচ্ছে আমাদের সমাজ নষ্ট হইয়া যাচ্ছে । এই সমাজ রক্ষা করা আমাদের দাহিত্ব । আমাদের সমাজের সঠিক এবং যোগ্য নেতা বাচাই করে নেতার দাহিত্ব দেওয়া উচিদ । সঠিক নেতা যাচাই করার জন্য আমাদের কি কি যাচাই করতে হবে । 

image source

নেতার আচার ব্যবহার দেখতে  হবে 

অনেক সময় দেখা যাই নেতা হওয়ার জন্য জনগনের সাথে বেশ ভাল আচারন করতেছে কিন্তু নেতা হওয়ার পড়ে মানুষের খোঁজ খবর নেই না এবং জনগন সাহায্য চাইলে কোন সাহায্য করে না আবার তার সাথে খারাপ ব্যবহার করে । এই ধরনের নেতা নির্বাচন করা ঠিক নই । যে নেতা মানুষের সুখ দুঃখের সাথি হবে সব সময় মানুষের সাহায্য কামনা করবে জনগনের সাথে ভ্ল ব্যবহার করবে এমন নেতা নির্বাচন করতে হবে ।

দারিদ্র মানুষের সাহায্য করা 

সমাজে এমন অনেক কাজ আছে যেগুলো দারিদ্র বাক্তিদের করলে অনেক সাহায্য পাই । এবং একজন নেতার দাহিত্য তার এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করা ।তার এলাকার মানুষ গুলো ঠিকমত চলছে কিনা ঠিকমত  খাইতে পারতেছে কিনা সব কিছু খোঁজখবর নিতে হবে  । এই দাহিত্য গুলো একজন আদর্শ নেতার । একজন নেতা যদি মানুষের উপকারে না আসে তাহলে তাকে নেতা বানানোর কোন যুক্তি নাই । নেতা করা হয় মানুষের উপকার করার জন্য মানুষের সুবিধা দেওয়ার জন্য । 

image source

এলাকার উন্নয়ন কজ করা 

একজন নেতার দাহিত্য থাকে তার নিজের এলাকার রাস্তা ঘাট সব কিছু ভাল করা । সরকার এই দাহিত্য কোন এলাকার নেতার  উপরে দিয়ে থাকে । আর আমাদের নেতা যদি সত বাক্তি হয় তাহলে উন্নতি হবে না হলে সব টাকা চুরি করে নিবে । তার এলাকার সঠিক কাজ হচ্ছে কিনা সবকিছুর খোঁজ খবর ভাল করে নিতে হবে । 

এমন একজনকে নেতা করা উচিদ যে নিরস্বার্থে  এই কাজ গুলো করার আগ্রহ করে । আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা এখনও জনগনের স্বার্থে অনেক কাজ করে যাই । এই লোক গুলো আমাদের সমাজের মানুষ চেনা উচিদ । এরাই আসল নেতার হওয়ার যোগ্য । আমাদের উছিদ এই লোক গুলো খুজে বেরকরে নেতা বানানো । 

Sort:  

অবশ্যয়..!! সমাজের উন্নওনের জন্য নেতা নির্বাচন করতর হবে।সমাজ সঠিক ভাবে পরিচালনার জন্য সৎ ভাবে থাকার জন্য অবশ্যয় সুষ্ট ও সঠিক নেতা নির্বাচন করতে হবে।আনেক সুন্দর কথা আপনি লিখেছেন।খুব ভাল লেগেছে এই পোষ্টটা।আমি মনে করি পরবর্তীতে অারো সুন্দর পোষ্ট করবেন।

আপনি একটা গুরুত্বপূর্ন কথা বলেছেন।অনেক সুন্দর একটা পোষ্ট করেছেন,যেগুলা আমাদের প্রোত্যেক মানুষেরি দরকার।প্রোত্যেকটি জায়গাতে একটা শুষ্ট নেতা প্রোয়োজন,কেননা ভাল নেতা না সমাজ উন্নতি হবে না।মানুষের সমস্যার সমাধান হবেনা ইত্যাদি। তাই সমাজের নেতা অব্যশয় নির্বাচন করতে হবে। আনেক সুন্দর একটা পোষ্ট করেছেন

ha apno tik bolechn.... oboshoi smoja sostho rakar jonno vlo neta bacchai lorte hobe...bhalo moner neta nirbacho kortr hobe..onk sundor o onk gurupto purnno kotha likechn apni.... jete onk dorkari

সমাজের গার্ড

ঠিক যেমন পরিবারকে সুরক্ষার জন্য পরিবার প্রয়োজন, একইভাবে সমাজের এবং দেশের নিরাপত্তার জন্য একজন নেতা প্রয়োজন।
একজন নেতা বা নেতাকে আমাদের সমাজকে বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে হবে। আমরা একটি নেতা নির্বাচন করা উচিত যারা ব্যক্তিগত স্বার্থ ছাড়া পুরো সমাজের যত্ন নিতে পারে। কিন্তু গুরুত্বের কারণে, সবাই একজন নেতা হতে চায়। যার ফলে সমাজ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে.এই কারণটি সঠিক মাথার নির্বাচন নয়। কিছু ব্যক্তিগত সুবিধাের কারণে আমরা ভুল নেতা বেছে নিয়েছি।
সময় সময়, প্রতিনিধির আচরণ আচার আচরণ করা উচিত, পর্যালোচনা পরিচালনা। যদি সফল হয় তাহলে আমাদের সমাজ প্রকৃতপক্ষে সঠিক পথে এগিয়ে যাবে।